চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে স্বপ্নভঙ্গের আর্তনাদ থামাতে হবে : লায়ন হাকিম আলী

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে ডায়মন্ড সিমেন্টের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি হয়। ছবি : কালবেলা
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে ডায়মন্ড সিমেন্টের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি হয়। ছবি : কালবেলা

চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার দায়িত্ব। সড়কে স্বপ্নভঙ্গের যে আর্তনাদ, তা থামাতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সবাইকে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গাচর এলাকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে ডায়মন্ড সিমেন্টের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিসচা চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের সেলস্ ও মার্কেটিং বিভাগের জিএম আব্দুর রহিম, কর্ণফুলী কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে হাকিম আলী বলেন, সবাই সতর্ক হলেই দুর্ঘটনা রোধ করা সম্ভব। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইনকানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে। অন্যথায় সড়কে শৃঙ্খলা ফেরা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, সড়কে চলাচল করা গাড়ি খাদে পড়া থেকে রক্ষা ও সড়ক নিরাপদ করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়কের দুপাশে গাছ লাগাতে হবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গাছ অগ্রণী ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে চৌধুরী ফরিদ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আগের তুলনায় মানুষ অনেক সচেতন হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে সবার প্রচেষ্টায় এটি প্রতিরোধ করা সম্ভব হবে। দুর্ঘটনা প্রতিরোধে ও সুশৃঙ্খল সড়কের জন্য সকলের সচেতন হওয়া জরুরি।

সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড) মো. আমান উল্লাহ চৌধুরী, আজিম-হাকিম স্কুলের অধ্যক্ষ মনজুর আলম, কৃষি অফিসার মো. আলাউদ্দিন, ফার্মাসিস্ট মো. সালাউদ্দিন, লামার বাড়ি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি লায়ন এম. রমজান আলী রমু, ডাঙ্গাচর শান্তিপূর্ণ একতা সংঘের সদস্য মো. আতিক, মো. শাহনুর সানি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১০

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১১

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১২

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৩

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৪

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৫

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৬

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

১৭

ফেনীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি

১৮

বিবিসির অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র

১৯

টিভিতে আজকের খেলা

২০
X