বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি নেতাকে চিনতে না পারায়’ চিকিৎসককে মারধর

মারধরের ঘটনায় মানববন্ধনের ব্যানার। ছবি : কালবেলা
মারধরের ঘটনায় মানববন্ধনের ব্যানার। ছবি : কালবেলা

নাটোরে এক চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মো. হিটলু নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে নাটোরের সিভিল সার্জন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে আধুনিক সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে কর্তব্যরত অবস্থায় তার কক্ষের দরজা বন্ধ করে বেধড়ক মারধর করেন হিটলু। রাতেই ভুক্তভোগী ওই চিকিৎসক বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনকে।

এরপর বুধবার দুপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে অন্যান্য চিকিৎসক এবং স্টাফরা মানববন্ধন করতে গেলে তাদের জোরপূর্বক মানববন্ধন করতে বাধা দেয় জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নবাব সিরাজউদ দৌলা, সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রদল নেতা শহিদুল্লাহ সোহেলসহ বিএনপি ও যুবদল নেতাদের উপস্থিতিতে দোষ স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত হিটলু।

জানতে চাইলে ভুক্তভোগী ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে গিয়ে একজন রোগীর বিষয়ে জানতে চান হিটলু। এসময় তাকে চিনতে না পারার কারণে রুমের দরজা বন্ধ করে দিয়ে হিটলু এবং তার ৫-৬ জন সহযোগী বেধড়ক মারধর করে চলে যায়। পরে রাতে হিটলুসহ বিএনপি নেতারা হাসপাতালে গিয়ে তাকে চাপ দিয়ে মীমাংসা করতে বলে। বিএনপি নেতাদের চাপে তিনি ক্ষমা করেছেন বলে জানান।

এরপর বুধবার দুপুরে সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করতে গেলে বিএনপি নেতারা মানববন্ধন না করতে স্ব-শরীরে হাজির হয়ে নিষেধ করেন।

চিকিৎসককে মারধরে বিষয় অস্বীকার করে অভিযুক্ত হিটলু বলেন, হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে নিজেরা বসে মীমাংসা করে নিয়েছেন।

নাটোরের সিভিল সার্জন বলেন, তিনি জেলার বাইরে আছেন। কর্তব্যরত একজন চিকিৎসককে মারধরে ঘটনা ঘটার পরে তিনি লিখিতভাবে জানালে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে অভিযুক্ত এবং তার দলের নেতারা গিয়ে ক্ষমা চাইলে উপস্থিত চিকিৎসকরা আপস করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় সাধারণ ডায়েরি করে সিভিল সার্জন। পরে অভিযুক্ত ব্যক্তির একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র দেয় সিভিল সার্জন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১০

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১১

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১২

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৩

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৪

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৫

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৬

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৭

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৮

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৯

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

২০
X