লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ওপর আল্লাহর গজব পড়েছে : অ্যাড. শাহজাহান

লাকসাম পৌরসভা জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মো. শাহজাহান। ছবি : কালবেলা
লাকসাম পৌরসভা জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মো. শাহজাহান। ছবি : কালবেলা

আওয়ামী লীগের ওপর আল্লাহর গজব পড়েছে। আওয়ামী লীগ তাদের কৃতকর্ম ভোগ করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের সামনীর দীঘির উত্তর পাড়ে লাকসাম পৌরসভা জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাডভোকেট শাহজাহান বলেন, শেখ হাসিনা নিজেকে দেশের মালিক মনে করত। এ দেশকে তার বাবার দেশ মনে করত। দেশের মানুষের ওপর তার জুলুম-অত্যাচারের সীমা ফেরাউনকেও অতিক্রম করেছে। ফেরাউনের বাহিনী ও তার অনুসারীরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। আওয়ামী লীগও আর ঘুরে দাঁড়াতে পারবে না। এখন ৫৬ হাজার বর্গ মাইলের এ দেশকে আবার আবাদ করতে হবে।

তিনি বলেন, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, তাজুল ইসলামও নিজেকে লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চলের খোদা মনে করেছে। এখন সে তার পরিণতি ভোগ করছে। তার পেটুয়া বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ জিম্মি হয়ে পড়েছিল। মহান আল্লাহ আমাদের এ অবস্থা থেকে মুক্তি দিয়েছেন।

তিনি আরও বলেন, এতদিন আমরা ছিলাম কাঠিন্যের পরীক্ষায়, আর এখন আছি ফুসরতের পরীক্ষায়। কাঠিন্যের পরীক্ষায় জালিম জুলুম করেছে আর মজলুম জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, চোখের পানি ফেলেছে, আহাজারি করেছে, তাহাজ্জুদ গুজার করেছে। আমরা আল্লাহর কাছে কেঁদেছি, আর আল্লাহ সেটা কবুল করেছেন। ফ্যাসিবাদ থেকে আমাদের মুক্তি দিয়েছেন। এখন ফুসরতের পরীক্ষায় আমরা কে কতটুকু করি, কী পরিমাণ শক্তি যোগ্যতা আমাদের ব্যয় হয়, কতটুকু এখলাছের সঙ্গে করি, সে পরীক্ষা আল্লাহ নেবেন। আমরা সবসময় পরীক্ষার মধ্যে আছি। এটা মনে করলে চলবে না যে, আমাদের বিজয় এসে গেছে, আমরা উল্লসিত। মানুষের হৃদয় অর্জন করে এদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে হবে। যেদিন অর্ধেকের বেশি মানুষ চাইবে, সেদিনই এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম সম্ভব।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

পৌরসভা জামায়াতের আমির মো. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি জাহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন, পৌরসভা জামায়াতের সহসেক্রেটারি মাস্টার একেএম শাহআলম, নুরে আলম, গোবিন্দপুর ইউনিয়নের আমির মাওলানা ফখরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আমির মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মদ আবুল কালাম, ৬ নং ওয়ার্ড আমির মাওলানা মুফতি আখতার হোসেন আজাদী, সেক্রেটারি হাফেজ জাকির হোসেন, ৭নং ওয়ার্ড আমির সাইফুল ইসলাম খোকন, ৪নং ওয়ার্ড আমির হাফেজ আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারি ফয়সাল মুনশী, ৮নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল জলিল, উত্তরদা ইউনিয়নের আমির মাস্টার লোকমান হোসেন, সেক্রেটারি হাফেজ পেয়ার আহমদ, প্রবাসী শাহিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলা, তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন

এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত 

সম্পর্ক টিকিয়ে রাখার ৩ পরামর্শ দিলেন আমির খান

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

জুমার দিন কোন সময় গোসল করা সুন্নত?

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

ফ্রান্সের জাদুঘর থেকে চুরি গেল ৯৫ লাখ ইউরোর মালপত্র

ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ব্রিটজকে

যে ৩ খাবার নীরবে আপনার লিভার নষ্ট করে দিচ্ছে

মেয়েকে কখনো একা ছাড়ব না: আলিয়া ভাট

১০

হোঁচট খেল জার্মানি, জয়ের আনন্দে বাছাইপর্ব শুরু স্পেনের

১১

প্রথমবার একসঙ্গে জিৎ-টোটা

১২

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়েই হাসপাতালে বিয়ে 

১৩

ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের দিনে আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ

১৪

জাপানি গাড়ির ওপর শুল্ক কমালেন ট্রাম্প 

১৫

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা!

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ওয়ালটন হাই-টেকের সঙ্গে একীভূত হচ্ছে ওয়ালটন ডিজি-টেক

১৮

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ২৪০০

১৯

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না জানালেন মেসি

২০
X