রংপুর ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জাপা-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা

একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা
একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা

রংপুরে একই দিনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের তৎপরতা দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতারা।

অন্যদিকে একই সময়ে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে যৌথ কর্মী-সমাবেশ করবে জেলা ও মহানগর জাতীয় পার্টি।

শুক্রবার নগরীর শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, পুলিশ লাইন্স মোড়, সুরভি উদ্যান গেট, ও জিলা স্কুল মোড় ঘুরে দেখা গেছে, পুলিশের পাশাপাশি সতর্ক পাহারায় রয়েছেন সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা।

দুদলের কর্মসূচিতে যোগ দিতে জুমার নামাজের পর থেকে সমাবেশস্থলে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে মাইকে ঘোষণা দিতেও শোনা যায়।

পূর্বঘোষিত কর্মসূচির দিনে জাতীয় পার্টির এই পাল্টা কর্মসূচির আয়োজনকে ষড়যন্ত্র ও রাজনৈতিক সম্প্রীতি নষ্টের উদাহরণ বলছেন গণঅধিকার পরিষদের নেতারা।

তবে জাতীয় পার্টির দাবি, আলাদা ভেন্যুতে কর্মসূচি পালন তাদের রাজনৈতিক অধিকার।

এর আগে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টির সমাবেশকে প্রতিহতের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। এর প্রতিবাদে রংপুরে লাঠি মিছিল করেছে জাপা। এ সময় গণঅধিকার পরিষদ ও নুরের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

পরদিন সংবাদ সম্মেলন ডেকে নুরুল হক সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল গণঅধিকার পরিষদ।

পুলিশ জানায়, এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া সমাবেশস্থলের আশপাশের এলাকায় সাদাপোশাকে বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, দুটি দল তাদের রাজনৈতিক অধিকার হিসেবে কর্মসূচি পালন করবে। দুদলের নেতাদের সঙ্গে বসে আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সজাগ আছি। তবে রংপুরে এর আগেও রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো ঝামেলা হয়নি। আশা করছি এবারও হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনীতের কারণ চিঠিতে ব্যাখ্যা করলেন নেতানিয়াহু

হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ

ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দিলেন এএসআই

সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা

ধর্ম এখন ভারতে ৪.৮৬ লাখ কোটি টাকার বাজার

উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী

আইপিএল জেতা ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন সিলেটের মারুফ

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

১০

ইতিহাস গড়ার ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

১১

কর্মস্থলেই ওয়াশরুমের দরজায় ফাঁস দিলেন অফিস সহকারী

১২

‘তামিম ছিলেন আদর্শ, এখন ট্রাভিস হেড অনুপ্রেরণা’

১৩

প্রয়োজনীয় তথ্য মনে রাখার সহজ ৫ উপায়

১৪

জুলাই পদযাত্রা : আজ মেহেরপুরে যাচ্ছেন এনসিপির নেতৃবৃন্দ

১৫

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

১৬

যাচ্ছিলেন হাসপাতালে, পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

১৭

ওয়াশিংটন ডিসির সঙ্গে শুল্কসংক্রান্ত চুক্তি লাভজনক হবে : প্রেস সচিব

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি 

১৯

তিন কোটি টাকা আত্মসাৎ, এনজিও মালিককে বেঁধে রাখলেন গ্রাহকরা

২০
X