রংপুর ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জাপা-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা

একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা
একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা

রংপুরে একই দিনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের তৎপরতা দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতারা।

অন্যদিকে একই সময়ে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে যৌথ কর্মী-সমাবেশ করবে জেলা ও মহানগর জাতীয় পার্টি।

শুক্রবার নগরীর শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, পুলিশ লাইন্স মোড়, সুরভি উদ্যান গেট, ও জিলা স্কুল মোড় ঘুরে দেখা গেছে, পুলিশের পাশাপাশি সতর্ক পাহারায় রয়েছেন সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা।

দুদলের কর্মসূচিতে যোগ দিতে জুমার নামাজের পর থেকে সমাবেশস্থলে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে মাইকে ঘোষণা দিতেও শোনা যায়।

পূর্বঘোষিত কর্মসূচির দিনে জাতীয় পার্টির এই পাল্টা কর্মসূচির আয়োজনকে ষড়যন্ত্র ও রাজনৈতিক সম্প্রীতি নষ্টের উদাহরণ বলছেন গণঅধিকার পরিষদের নেতারা।

তবে জাতীয় পার্টির দাবি, আলাদা ভেন্যুতে কর্মসূচি পালন তাদের রাজনৈতিক অধিকার।

এর আগে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টির সমাবেশকে প্রতিহতের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। এর প্রতিবাদে রংপুরে লাঠি মিছিল করেছে জাপা। এ সময় গণঅধিকার পরিষদ ও নুরের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

পরদিন সংবাদ সম্মেলন ডেকে নুরুল হক সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল গণঅধিকার পরিষদ।

পুলিশ জানায়, এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া সমাবেশস্থলের আশপাশের এলাকায় সাদাপোশাকে বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, দুটি দল তাদের রাজনৈতিক অধিকার হিসেবে কর্মসূচি পালন করবে। দুদলের নেতাদের সঙ্গে বসে আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সজাগ আছি। তবে রংপুরে এর আগেও রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো ঝামেলা হয়নি। আশা করছি এবারও হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১০

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১২

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৪

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৫

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৭

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৮

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৯

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

২০
X