রংপুর ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জাপা-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা

একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা
একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা

রংপুরে একই দিনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের তৎপরতা দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতারা।

অন্যদিকে একই সময়ে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে যৌথ কর্মী-সমাবেশ করবে জেলা ও মহানগর জাতীয় পার্টি।

শুক্রবার নগরীর শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, পুলিশ লাইন্স মোড়, সুরভি উদ্যান গেট, ও জিলা স্কুল মোড় ঘুরে দেখা গেছে, পুলিশের পাশাপাশি সতর্ক পাহারায় রয়েছেন সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা।

দুদলের কর্মসূচিতে যোগ দিতে জুমার নামাজের পর থেকে সমাবেশস্থলে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে মাইকে ঘোষণা দিতেও শোনা যায়।

পূর্বঘোষিত কর্মসূচির দিনে জাতীয় পার্টির এই পাল্টা কর্মসূচির আয়োজনকে ষড়যন্ত্র ও রাজনৈতিক সম্প্রীতি নষ্টের উদাহরণ বলছেন গণঅধিকার পরিষদের নেতারা।

তবে জাতীয় পার্টির দাবি, আলাদা ভেন্যুতে কর্মসূচি পালন তাদের রাজনৈতিক অধিকার।

এর আগে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টির সমাবেশকে প্রতিহতের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। এর প্রতিবাদে রংপুরে লাঠি মিছিল করেছে জাপা। এ সময় গণঅধিকার পরিষদ ও নুরের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

পরদিন সংবাদ সম্মেলন ডেকে নুরুল হক সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল গণঅধিকার পরিষদ।

পুলিশ জানায়, এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া সমাবেশস্থলের আশপাশের এলাকায় সাদাপোশাকে বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, দুটি দল তাদের রাজনৈতিক অধিকার হিসেবে কর্মসূচি পালন করবে। দুদলের নেতাদের সঙ্গে বসে আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সজাগ আছি। তবে রংপুরে এর আগেও রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো ঝামেলা হয়নি। আশা করছি এবারও হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজারবাইজান হয়ে ইরানে ড্রোন হামলা করে ইসরায়েল

যুদ্ধের অবস্থা জানালেন নেতানিয়াহু

ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি

কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প

বিদায় বেলায় বাড়তি ব্যস্ততা মিরপুরের ভ্যালোসিটি ব্যাটওয়ালার!

ম্যানইউর বিপক্ষে রূপকথার জয়, এবার জরিমানা ভোগ করছে গ্রিমসবি

আরেকটি সুযোগ পেলেন স্টয়নিস

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন

ভারতের স্পন্সর হতে যেসব শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানকে

১০

বিগ ব্যাশে খেলবেন অশ্বিন!

১১

মার্করামের ঝড়ে হেডিংলিতে উড়ে গেল ইংল্যান্ড

১২

শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয়

১৩

সাবেক আইজিপি ক্ষমা পাবেন কি, যা বললেন চিফ প্রসিকিউটর

১৪

সাভারে খাল উদ্ধারে নেমেছে প্রশাসন

১৫

উমামার প্যানেলের ইশতেহার ঘোষণা

১৬

নির্বাচন শান্তিপূর্ণ করতে দরকারি সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব

১৭

রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৮

৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

১৯

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে অভিযান

২০
X