রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মো. সাইফুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ অর্জনের পথে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে রাজশাহী পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধে চারজন নিহত হয়েছে। ইতোমধ্যে হত্যা মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুত বাকি আসামিরা আইনের আওতায় আসবে।
আরও পড়ুন: পুলিশের সহায়তায় ৬ বছর পর বাড়ি ফিরল টিপু
তিনি আরও বলেন, রাজশাহীকে মাদকমুক্ত করতে অতীতে কাজ হয়েছে। সাংবাদিকদের সহযোগিতায় রাজশাহীকে মাদকমুক্ত করতে রাজশাহীর পুলিশ কাজ করবে।
মতবিনিময় এ সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তী। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম।
মন্তব্য করুন