কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

৫৩ ঘণ্টা পর শ্রমিক অবরোধ প্রত্যাহার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের পাওনাদি কীভাবে পরিশোধ করা যেতে পারে সে ব্যাপারে স্যারের (সচিব) সঙ্গে আলোচনা করবো। এই আশ্বাসের পর শ্রমিকরা আজকের মতো অবরোধ ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘বেতন না পেলে মহাসড়ক ছাড়বো না’ এই দাবিতে শ্রমিকরা সড়কে শক্ত অবস্থান নিলে এক মাসের বেতন আগামী রোববার (১৭ নভেম্বর) প্রদান করা হবে বলে মোবাইলে শ্রম সচিব প্রতিশ্রুতি প্রদান করেন। সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে এমন আশ্বাসের প্রেক্ষিতে টিএনজেড গ্রুপের আন্দোলনকারী শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো টানা ৫৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের অবসান হলো।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ বলেন, সোমবার দুপুর ১টার পর শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের উদ্দেশ্যে মোবাইল ফোনে বক্তব্য দেন। তার ওই বক্তব্য সেখানকার মাইকে প্রচার করা হয়। এ সময় সেখানে গাজীপুর সদর ইউএনও, সেনাবাহিনীর কর্মকর্তা, শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

উপপুলিশ কমিশনার বলেন, শ্রম সচিব বলেছেন, সরকার দায়িত্ব নিয়ে আগামী রোববারের মধ্যে ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেবে। শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কীভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে। পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে। এ সময় শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিন, আমরা অপেক্ষায় আছি বলেও জানান সচিব।

এমন আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়া  / বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

মনোনয়নপত্র জমা দিলেন আমান

হলিউডে এ বছরের আলোচিত ডিভোর্স 

ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন যিনি

উন্নয়ন হবে মূল লক্ষ্য : মির্জা ফখরুল

নির্বাচন করবেন না মাহফুজ আলম

কারওয়ান বাজারে চাঁদা বন্ধের দাবিতে ডাকা মানববন্ধনে হামলা

জকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ

৫ বছর পর বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুপুরের পর নয়াপল্টন যাবেন তারেক রহমান

১০

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

১১

বুধবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১২

সালতামামি / কেমন গেল পঁচিশের বিশ্ব

১৩

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন দাখিল

১৪

হাসনাতকে স্বাগত জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী 

১৫

লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর রহিম মারা গেছেন

১৬

১৫১ স্ট্রাইকরেটের বিধ্বংসী ওপেনারকে দলে ভেড়াল রাজশাহী

১৭

মা-ছেলের রহস্যজনক মৃত্যু

১৮

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৯৮

১৯

অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হল অব ফেমে’ ব্রেট লি

২০
X