টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিক নেতা শহিদুল হত্যা: মাথায় আঘাতে হাড় ভেঙে রক্তক্ষরণে মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টঙ্গীতে নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলামের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ৪৫ দিন পর পুলিশের কাছে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, মাথায় ভারী কিছুর আঘাতে হাড় ভেঙে যাওয়া এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন তৈরি করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। বুধবার (৯ আগস্ট) রাতে হাসপাতালটির ফরেনসিক বিভাগের (মেডিসিন) এএনএমএল আল মামুন রোমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শহিদুলের মাথায় কোনো শক্ত কিছু দিয়ে সজোরে আঘাত করা হয়েছে। এতে তার মাথার পেছনের অংশে ঘাড়ের একটু ওপরের একটি হাড় ভেঙে যায়। এতে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি জ্ঞান হারান। পরে হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘বুধবার আমরা মামলার দায়িত্বে থাকা শিল্প পুলিশের তদন্ত কর্মকর্তার কাছে ময়নাতদন্তের প্রতিবেদন পাঠিয়েছি।’

শহিদুলের হৃৎপিণ্ডের ত্রুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘শহিদুলের হৃৎপিণ্ড সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে পাঠানো হয়। প্রতিবেদনে জানা যায়, শহিদুলের হৃদ্‌যন্ত্রে কোনো সমস্যা ছিল না। তিনি হৃদ্‌রোগে মারা যাননি।’

গত ২৫ জুন রাতে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় দুটি শ্রমিক সংগঠন ও মালিক পক্ষের কয়েকজনের মধ্যে মারামারির ঘটনায় অসুস্থ হয়ে পড়েন শহিদুল।

পরে তাকে গাজীপুরের বড়বাড়ি এলাকার তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার হাসপাতালে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন।

পুলিশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠায়। ২৬ জুন লাশের ভিসেরা সংগ্রহ করে ঢাকার সিআইডি কার্যালয়ে পাঠানো হয়।

ঘটনার পর দিন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কল্পনা আক্তার বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।

এতে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত সাতজনকে আসামি করা হয়। মামলার পর পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি মাজাহারুল ইসলামকে গ্রেপ্তার করে।

মাজাহারুল বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের তদন্তে অনাস্থা জানিয়ে আদালতে লিখিত আবেদন জানান মামলাটির বাদীপক্ষের আইনজীবী।

আদালত বিষয়টি আমলে নিয়ে ৬ জুলাই মামলার তদন্তভার দেওয়া হয় গাজীপুর জেলা শিল্প পুলিশকে। মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ওসমান গনি।

শহিদুলের স্ত্রী কাজলি বেগম বলেন, ‘আমি ক্যানসার আক্রান্ত। আমার দুটি ছেলে রয়েছে। আমার স্বামীর মৃত্যুর পর এ পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার টাকা পেয়েছি। আমার চিকিৎসাতে এক লাখ টাকা খরচ হয়ে গেছে। আমি অসুস্থ তাই মামলাটির বাদী হইনি। আমাকে জানানো হয়েছে, আমার স্বামীকে মাথায় আঘাত করে মেরে ফেলা হয়েছে।’

মামলার বাদী কল্পনা আক্তার বলেন, ‘মামলার পর এ পর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করার খবর আমাকে জানিয়েছে। আমরা শহিদুলের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একটি সামাজিক সংগঠন শহিদুলের অসুস্থ স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশ পেয়েছে। এ বিষয়ে আমাকে ফোনে জানানো হয়েছে।’

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘মামলাটি শিল্প পুলিশ তদন্ত করছে। বাদী এজাহারে যাদের নাম উল্লেখ করেছেন, তাদের নামেই মামলা নেয়া হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ কালবেলাকে বলেন, ‘মাঠপর্যায়ের তদন্তে আমরা অনেকটাই নিশ্চিত ছিলাম, শহিদুলকে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার ময়নাতদন্তের প্রতিবেদনে এটি নিশ্চিত হয়েছি। এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শহিদুলের মৃত্যুর কারণ আমরা নিশ্চিত হতে পেরেছি। এখন হামলাকারী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশি বছর বয়সি তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১০

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১১

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১২

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১৩

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৪

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৫

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৬

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৭

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

১৮

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

১৯

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

২০
X