কক্সবাজারের চকরিয়ায় বন্যায় প্লাবিত অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার চকরিয়ায় ভারি বর্ষণ ও প্রবল জোয়ারের প্রভাবে জলাবদ্ধ এলাকাসমূহের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন কর্মসূচি পালন করছে।
আরও পড়ুন : কক্সবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগে হাজারও পরিবার
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সাহায্যের অংশ হিসেবে বৃহস্পতিবার কোস্ট গার্ড পূর্ব জোন কক্সবাজার জেলার চকরিয়া থানার ১৪ নম্বর বদরখালী ইউনিয়নের বাজারপাড় ও শহরপাড়া এলাকায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী (চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল ও বিশুদ্ধ খাবার পানি) বিতরণ করেছে।
বাংলাদেশ কোস্ট গার্ড বন্যাকবলিত মানুষের সাহায্যে এই ধারা নিয়মিত অব্যাহত রাখবে এবং ভবিষ্যতেও থাকবে, বলেন তিনি।
মন্তব্য করুন