শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
টঙ্গি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ছুটি না দিয়ে গালাগাল, নারী শ্রমিকের আত্মহত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গির দত্তপাড়া আলম মার্কেট এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানা কর্তৃপক্ষের ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, লিখন ও সাকিব।

নিহতের নাম মোছা. নৈশি আক্তার (১২)। সে নান্দাইল থানার ময়মনসিংহের মো. নুরুল ইসলামের মেয়ে। বর্তমানে আলম মার্কেট সংলগ্ন জনৈক বাদল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

জানা যায়, টঙ্গীর দত্তপাড়া এলাকার কমপ্লায়েন্স ফ্যাশন কারখানায় হেলপার হিসেবে কাজ করতো নৈশি আক্তার। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে সে। এরপর সে কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চায়। একপর্যায় কর্তৃপক্ষ তাকে ছুটি না দেওয়ায় রাগ করে কারখানা থেকে বের হয়ে চলে যায়। পরবর্তীতে বাসায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে নৈশি আক্তারের নানি তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের ভেতর গিয়ে দেখতে পান, ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে সে। এসময় তার নানির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত নৈশি আক্তারের বাবা কালবেলাকে জানান, তার মেয়েকে কারখানা কর্তৃপক্ষ প্রতিনিয়তই শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন ও গালাগাল করতো। সেই নির্যাতন সইতে না পেরেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। এ ছাড়া আমার মেয়ে কারখানার ভেতর থেকে কীভাবে বের হয়ে আসলো? আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি আরও জানান, দুপুরে একটি অপমৃত্যুর মামলা নিয়েছে এসআই উৎপল। তখনো তিনি জানতেন না যে, এটি হত্যা মামলা না হয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। পরে কালবেলার

তবে ওই কোম্পানির ইনচার্জ মাসুম প্রায় সময়ই তাকে গালাগাল ও শারীরিক নির্যাতনের চেষ্টা করতো বলে মেয়ের বাবা অভিযোগ করেন। আগামীকাল শুক্রবার দুপুরে তিনি টঙ্গি পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এ প্রতিবেদক রাত আনুমানিক ৮টার দিকে ওই প্রতিষ্ঠানে গেলে, প্রতিষ্ঠানের দুই মালিক লিখন ও শাকিলের কথা সন্দেহজনক বলে মনে হয় এবং তারা অকপটে স্বীকার করেন যে ওই নারী শ্রমিক ছুটি চেয়েছিল কিন্তু ছুটি না দেওয়ায় সে বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে টঙ্গি পূর্ব থানার এসআই উৎপল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে টঙ্গি পূর্ব থানার ওসি কায়সার আহমেদ কালবেলাকে বলেন, এ ঘটনায় ৩ মালিককে আটক করা হয়েছে। মূল রহস্য উদঘাটন করে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১০

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১১

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১২

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৩

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৪

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৫

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৬

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৭

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৮

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৯

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০
X