নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতাকে পেটানোর ঘটনায় পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

থানায় মামলার অভিযোগ জমা দিচ্ছেন জামায়াত নেতারা। ছবি : কালবেলা
থানায় মামলার অভিযোগ জমা দিচ্ছেন জামায়াত নেতারা। ছবি : কালবেলা

নাটোরের সিংড়া উপজেলায় জামায়াত নেতাকে অপহরণের পর হাতুড়িপেটার ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার করচমাড়িয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ নভেম্বর সিংড়ার কালীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে আলীগঞ্জ এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহচররা মাইক্রোবাসযোগে আব্দুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায়। পরে পলকের নির্দেশে পলকের ঘনিষ্ঠ সহচরখ্যাত সাবেক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ভোলা, মোজাম্মেল হোসেন, শাহজাহান আলীসহ অন্যান্য সহযোগীরা হাতুড়ি দিয়ে আব্দুর রাজ্জাকে উপর্যুপরি আঘাত করে হাত-পা ভেঙে রেখে যায়।

অভিযোগে দাবি করা হয়, ২০১৮ সালের ১৯ নভেম্বর ছাতার বাড়িয়া এলাকায় একটি ইসলামী জলসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিতের নাম উচ্চারণ করে আব্দুর রাজ্জাককে দোয়া করার নির্দেশ দেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে তিনি নির্দেশ অমান্য করলে সবার উপস্থিতিতে পলক তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

ওই দুই ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এ সময় অন্যদের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, কর্মপরিষদ সদস্য আফছার আলী, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উল্লাহ উপস্থিত ছিলেন।

মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান, হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে ঠিকমতো চলাফেরা করতে পারেন না বলেও তিনি জানান। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সিংড়া থানার ওসি আসমাউল হোসেন জানান, এই বিষয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

কুরিয়ারে ঢাকায় আসছিল ভারতীয় বিস্ফোরক, অতঃপর...

ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ : মার্কিন রাষ্ট্রদূত

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব‍্যবহার করতে দেবে না সৌদি আরব

প্লেব্যাক শিল্পীদের অধিকার আদায়ে যা বললেন ন্যান্সি

অবসরের কারণ জানালেন অরিজিৎ সিং

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টানা পাঁচ জয়

ইতালি সরকারের কঠোর সিদ্ধান্ত, কঠিন হচ্ছে প্রবেশ

১০

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

১১

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা : ৫ জনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড

১২

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

১৩

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

১৪

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৫

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

১৭

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

১৮

এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ

১৯

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

২০
X