আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এক রাতে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাকাতি। ছবি : কালবেলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাকাতি। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে তিন সহোদরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। এর আগে বুধবার (০৪ ডিসেম্বর) রাত দেড়টায় ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতির পর ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত পরিবাররা হলো অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু, সেনাসদস্য শাহআলম মিয়া ও আবুল খায়ের মিয়ার পরিবার। তারা তিনজন সহোদর।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমানের বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় খবিবুর রহমানকে হাত-পা বেঁধে ফেলে। তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ ২০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকারসহ একটি মোবাইলফোন নিয়ে নেয়।

এরপর মেজ ভাই খায়ের মিয়ার ঘরে প্রবেশ করে ৫৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এসময় ডাকাতরা খায়ের মিয়ার ছেলে সবুজ মিয়ার ঘরে প্রবেশ করে দুই লাখ ও স্বর্ণালংকার নিয়ে নেয়।

সবশেষে বড় ভাই মৃত টুকু মিয়া ছেলে শাহ্ আলমের ঘরে প্রবেশ করে দুই ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা নিয়ে যায়। সে সময় ডাকাতরা প্রতিটি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাড়িতে থাকা সব পুরুষকে বেঁধে ফেলে এবং নারীদের জিম্মি করে মোবাইল ফোন নিয়ন্ত্রণে রাখে।

প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতরা তাণ্ডব চালিয়ে স্থান ত্যাগ করে। তিন সহোদরের বাড়ি থেকে প্রায় সোয়া ৪ লাখ টাকা ও সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ক্ষতিগ্রস্ত খবিবুর রহমান বলেন, গতকাল আলফাডাঙ্গা সোনালী ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে বাসায় রাখি। এ ছাড়া ভাতিজার জমি বিক্রির টাকা ছিল বাড়িতে। ডাকাতরা আমাকে হাত-পা বেঁধে বলে যে গতকাল ব্যাংক থেকে যে টাকা উঠিয়েছিস সেগুলো বের কর। রাতের অন্ধকারে তাদের কাউকে আমরা চিনতে পারেনি। তবে হাবভাবে মনে হয়েছে খুব পরিচিত লোকজন। ডাকাতরা স্থান ত্যাগ করার পর বাড়ির লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়।

সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, বিদ্যাধর গ্রামের মিয়া বাড়িতে এই প্রথম এমন ডাকাতির ঘটনা ঘটেছে। এরা তিন ভাই গ্রামের উচ্চশিক্ষিত ও ভদ্র পরিবার, তাদের সুনাম রয়েছে। এ ঘটনার পর আমাদের এলাকার লোকজনের মধ্যে ভীতি কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, ডাকাতদের চিহ্নিত করে মালপত্র উদ্ধারের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর-রশিদ জানান, রাতে ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্তসহ লুট হওয়া মালপত্র উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পরও শান্তর মুখে হতাশা

ঘুষ ছাড়া ফাইল ছাড়েন না কর্মকর্তা, রাজশাহী মাউশি কার্যালয়ে দুদক

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

১০

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

১১

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

১২

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

১৩

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১৪

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১৫

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১৬

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৭

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৮

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৯

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

২০
X