সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদ কমিটি নিয়ে সাবেক ছাত্রদল নেতার মারামারি

আব্দুল আলীম। ছবি : সংগৃহীত
আব্দুল আলীম। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে মসজিদ কমিটির পদ-পদবি নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের নেতৃত্বে সাধারণ মুসল্লিদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) জুম্মার নামাজের পর পৌরসভার ৫নং ওয়ার্ডের শিমলা পল্লি তাড়িয়া পাড়া জামে মসজিদ এলাকায় ঘটেছে।

আহতরা হলেন- এরশাদ হোসেন (৪০), রফিকুল ইসলাম রফিক (৪৫) ও মো. জাকির হোসেন (৩৮)।

আহত ও মুসল্লিদের সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর পূর্বের কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দেয় গ্রামবাসী। পরে এ বিষয়টি আ. আলিম আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের মনগড়া একটি পকেট কমিটি তৈরি করে দেন। সেখানে আ. আলিম নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে আহ্বায়ক কমিটিকে মসজিদে ঘোষণা দিতে বাধ্য করেন।

জুম্মা নামাজের পর আব্দুল আলীমের বড় ভাই ও আহ্বায়ক সদস্য নুরুল ইসলাম ওই পকেট কমিটি উপস্থাপন করেন। এ সময় মুসুল্লি তোফাজ্জল হোসেন ও মো. রফিকুল ইসলাম প্রতিবাদ করায় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে মসজিদ থেকে টেনে হেঁচড়ে বাহিরে বের করে আব্দুল আলীমের ভাই, ভাতিজা ও বহিরাগতদের নিয়ে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকেন।

এসময় আলিমের ছোট ভাই আব্দুল হালিম দোকানের ঝাপের লাঠি নিয়ে রফিককে আঘাত করলে এরশাদ ফেরাতে গিয়ে মাথায় লেগে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গ্রামবাসী আমাদের দায়িত্ব দিয়েছিলেন পাঁচ ওয়াক্ত নামাজি ও মসজিদমুখী ব্যক্তিদের কমিটিতে আনতে। কিন্তু কতিপয় ব্যক্তির জন্য সেটা হয়নি। আজ জুম্মা নামাজ পর কমিটি ঘোষণা করলে কিছু মুসুল্লি প্রতিবাদ করেন। এতে আলিম ও সুলতান ক্ষিপ্ত হয়ে তাদের লোকজন নিয়ে মারধর করেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান। মসজিদ নিয়ে আসলে মারামারি করা ঠিক না। এটা নিজেদের মধ্যেই একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এছাড়া অন্যকিছু হয়নি।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আলম বিদ্যুৎ বলেন, বিষয়টি আমি জানি না। তবে মসজিদ কমিটিতে ধার্মিক ও নামাজি ব্যক্তিরাই হলে ভালো হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া কালবেলাকে বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

সুর নরম আইসিসির

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

১০

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

১১

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

১২

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

১৩

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

১৪

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

১৫

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১৬

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১৭

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

১৮

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১৯

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

২০
X