রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সর্বজনীন রেশন কার্ড চালু করলেই ভেঙে যাবে বাজার সিন্ডিকেট’

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘খাদ্য অধিকার-মানবাধিকার’ শীর্ষক সভা। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘খাদ্য অধিকার-মানবাধিকার’ শীর্ষক সভা। ছবি : কালবেলা

দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে সর্বজনীন রেশন সুবিধা চালু করার পক্ষে মত দিয়েছেন রাজশাহীর বিশিষ্টজনরা। তারা বলেছেন, সর্বজনীন রেশন কার্ডের মাধ্যমে সরকার যদি সাধারণ মানুষকে নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে, তাহলে বাজারে অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেট ভেঙে যাবে। তারাও নায্যমূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হবেন।

সোমবার (০৯ ডিসেম্বর) দিনব্যাপী রাজশাহীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘খাদ্য অধিকার-মানবাধিকার’ শীর্ষক এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি ও পরিবর্তন। সভা থেকে খাদ্যমূল্যের দাম কমানো এবং সব মানুষের জন্য সর্বজনীন রেশন কার্ড চালু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ‘খাদ্যের অধিকার মানে নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটি সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যপণ্য মজুত করে। কিন্তু এই খাদ্য কতটা নিরাপদে মজুত হচ্ছে সেটাও দেখতে হবে।’

তারা বলেন, একটা মাফিয়া চক্র পরিকল্পিতভাবেই খাদ্যকে অনিরাপদ করে তোলে। এতে মানুষ রোগাক্রান্ত হয়। চিকিৎসা ব্যয় বাড়ে। এসব ক্ষেত্রে নজরদারি বৃদ্ধি করার জন্য বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সংস্থার জেলা সভাপতি কল্পনা রায়। বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজশাহীর সভাপতি ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, রুলফাও পরিচালক আফজাল হোসেন, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ ও মহিলা পরিষদের জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।

এছাড়াও মুক্ত আলোচনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সভাপতি আহেমদ সফিউদ্দিন, আইনজীবী মুস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) দিলসেতারা চুনি, টিআইবির রাজশাহীর এরিয়া কো-অর্ডিনেটর মনিরুল হক, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. আফরোজা নাজনীন, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কৃষি উদ্যোক্তা লিয়াকত আলী, কৃষক সমিতির সদস্য রাজিব আহসান প্রমুখ অংশ নেন। সভা পরিচালনা করেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ বিসিবির 

ভারতের সঙ্গে ‘সবচেয়ে বড় চুক্তি’ করছে ইইউ

পাকিস্তানি তরুণীর রূপে মুগ্ধ ভারতীয় অফিসার, ভিডিও ভাইরাল

প্রতিদিনের যেসব অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে

কান্নার ভান করতে গিয়ে হেসে ফেললেন নববধূ

ভিসামুক্ত সুবিধা চালু করল ব্রাজিল

ক্লিনিকাল ট্রায়ালে প্রোবায়োটিক ‘কারকুমা বায়োকমফোর্ট’র ইতিবাচক সাড়া

তীব্র শীতে বিপর্যস্ত সিরীয় উদ্বাস্তুদের জীবন

সৌদি আরবে কার্যকর হচ্ছে নতুন নিয়ম, প্রবাসীদের জন্য সুখবর

যে কোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান

১০

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল 

১১

‘ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল’

১২

বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলা, নিহত ২৭

১৩

৩০ বছর ধরে হাওয়াই মিঠাইয়ে জীবন ছামাদের 

১৪

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১৫

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

১৬

ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২১

১৭

হার্টবিট শোনা কি চিন্তার কারণ

১৮

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও জাপার ৩ শতাধিক নেতাকর্মী

১৯

শিক্ষা সংস্কারে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের যুক্ত করার আহ্বান ইউনেস্কো প্রধানের

২০
X