তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভুট্টা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো. আবু সাঈম উদ্দিন।

উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া মৌজায় এ ঘটনা ঘটেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামকুরিয়া খাঁনপাড়া গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে ফসল আবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি হামকুরিয়া গ্রামের প্রভাবশালী মো. আলাউদ্দিন (৫৫), মো. নবিরুদ্দিন (৪০), মো. ওমর আলী (৪৫), মো. মগর আলী (৪২), মো. জিল্লার হোসেন (৩৫), মো. জাকিরুল (৩০) ও মো. তারিকুল ইসলাম শফির (৪২) সঙ্গে বিরোধ চলছিল। তারা জোরপূর্বক জমি ভোগদখলের জন্য পাঁয়তারা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে আলাউদ্দিন গং ১২ বিঘা জমিতে আবাদ করা ৪০ দিনের ভুট্টার গাছ কেটে বাড়িতে নিয়ে যান।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাঈম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরের পর জমিতে গিয়ে দেখি আমার আবাদ করা ১২ বিঘা জমির সব ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে। আমি ঋণ করে চাষ করেছিলাম। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই। প্রত্যক্ষদর্শী হামকুরিয়া গ্রামের মো. রহমত আলী বলেন, ভোরে এসে দেখি আলাউদ্দিনসহ কয়েকজন মিলে কাচি দিয়ে ভুট্টার গাছগুলো কেটে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। এ সময় বাধা দিলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মো. আলাউদ্দিন ও মো. নবিরুদ্দিনের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। অভিযুক্তদের মোবাইল ফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে তাড়াশ থানার মো. আসলাম হোসেন বলেন, ‘ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১০

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১১

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১২

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৩

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৪

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৫

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৬

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৭

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৮

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৯

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X