তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভুট্টা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো. আবু সাঈম উদ্দিন।

উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া মৌজায় এ ঘটনা ঘটেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামকুরিয়া খাঁনপাড়া গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে ফসল আবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি হামকুরিয়া গ্রামের প্রভাবশালী মো. আলাউদ্দিন (৫৫), মো. নবিরুদ্দিন (৪০), মো. ওমর আলী (৪৫), মো. মগর আলী (৪২), মো. জিল্লার হোসেন (৩৫), মো. জাকিরুল (৩০) ও মো. তারিকুল ইসলাম শফির (৪২) সঙ্গে বিরোধ চলছিল। তারা জোরপূর্বক জমি ভোগদখলের জন্য পাঁয়তারা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে আলাউদ্দিন গং ১২ বিঘা জমিতে আবাদ করা ৪০ দিনের ভুট্টার গাছ কেটে বাড়িতে নিয়ে যান।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাঈম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরের পর জমিতে গিয়ে দেখি আমার আবাদ করা ১২ বিঘা জমির সব ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে। আমি ঋণ করে চাষ করেছিলাম। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই। প্রত্যক্ষদর্শী হামকুরিয়া গ্রামের মো. রহমত আলী বলেন, ভোরে এসে দেখি আলাউদ্দিনসহ কয়েকজন মিলে কাচি দিয়ে ভুট্টার গাছগুলো কেটে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। এ সময় বাধা দিলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মো. আলাউদ্দিন ও মো. নবিরুদ্দিনের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। অভিযুক্তদের মোবাইল ফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে তাড়াশ থানার মো. আসলাম হোসেন বলেন, ‘ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিষয়ে দুই দেশকে কী করতে হবে, জানালেন বিক্রম মিশ্রি

দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উত্তোলন

ভালোবাসার শিখরে থেকেই বিদায় নিতে চান তাহসান

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধীর পাঁচ শতাধিক শিক্ষার্থী

বিচ্ছেদের পথে থাকে যেসব ছোট ছোট কারণ

দেশের জন্য উৎসর্গ প্রাণ, বাবার দেখা হলো না সন্তানের মুখ

সব দল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব : গোলাম পরওয়ার

ডা. আজিজুর রহমান মারা গেছেন

নির্বাচনী জোটে যাওয়া নিয়ে সিদ্ধান্ত জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় শিশির মনির

১০

বিসিবি নির্বাচন / ভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম

১১

ব্রহ্মপুত্র নদে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

১২

গবেষণা / ঘুম না হলে সহজ ব্যায়ামে মিলতে পারে সমাধান

১৩

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৪

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৫

স্রোতের মধ্যে জীবন বাজি রেখে বাঁধ রক্ষা, মহাবিপর্যয় এড়াল বিজিবি

১৬

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

১৭

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও ব্যাংকের ম্যানেজার

১৮

কেন দীপিকাকে দেখেই বদলে গেল রণবীরের মুখ

১৯

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

২০
X