বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আওয়ামী-কৃষক-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া তিনজন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া তিনজন। ছবি : সংগৃহীত

বগুড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার শেরপুরে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা-ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও একই ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাফিজুর রহমান টিটু (৩৫), মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি স্থানীয় মাথাইল চাপড় গ্রামের আনিছুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৯) এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মির্জাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক একই ইউনিয়নের ভাদড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আমিনুল ইসলাম (৩৩)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন গোলাম মোহাম্মদ সিরাজ। ওই বছরের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হন তিনি। একপর্যায়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা নামক স্থানে মামলায় অভিযুক্তরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির ওই প্রার্থীর প্রচারণার গাড়িবহরে হামলা চালান।

এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়। সেই সঙ্গে ধারালো রাম দা দিয়ে একটি জিপ গাড়ি ও দুটি মাইক্রোবাস কুপিয়ে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন অভিযুক্তরা। পরে ছয়টি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রকৃতপক্ষ যারা ওই হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

১০

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

১১

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১২

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৩

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১৪

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১৫

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১৬

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১৭

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১৮

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১৯

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

২০
X