কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের সবজিগাছ কাটার অভিযোগ আ.লীগ নেতা ইউসুফের বিরুদ্ধে

কৃষকের কেটে ফেলা সবজি গাছ। ছবি : কালবেলা
কৃষকের কেটে ফেলা সবজি গাছ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের দুই একর জমির সবজি ও ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা গাজী মো. ইউসুফ আলীর (মহুরি) বিরুদ্ধে। তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের মেলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা যায়, কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের মেলাপাড়ায় প্রায় দুই একর জায়গায় দুই লাখ টাকা খরচ করে বিভিন্ন ফলদ গাছের পাশাপাশি প্রায় তিনশ লাউ, কুমড়া, বেগুন, টমেটোর চাষাবাদ করেন কচ্ছপখালী এলাকার কৃষক হাবিবুর রহমান মৃর্ধা। গত কয়েকদিন আগে সবজি বিক্রি শুরু করলেও সোমবার সকালে উঠে কৃষক দেখেন তার ক্ষেতের প্রায় ৭০ শতাংশ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা সোলাইমান বলেন, এই এলাকায় তাদের সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব দেখিনি। তারা এই কৃষি জমিতে অনেক পরিশ্রম করেছে আমরা দেখেছি। এটা অমানবিক, এই কাজে শুধু এ কৃষকের নায়; দেশেরও ক্ষতি করা হয়েছে। এই ধরনের অমানুষদের কঠিন শাস্তি হওয়া উচিত।

কৃষক হাবিবুর রহমান মূর্ধার বাবা আবু সালেহ মূর্ধা বলেন, রোববার রাতে আমি এশার নামাজ শেষে সবকিছু ঠিকঠাক দেখে শুয়ে পড়ি। কিন্তু রাতে বেশ কয়েকজন লোকের আনাগোনার শব্দ পাওয়া যায়, তবে আমি ভয়ে বের হইনি। সকালে উঠে দেখি আমাদের সর্বনাশ করেছে। এই এলাকায় আমাদের কোনো শত্রু নেই, কারা কেটেছে আমরা চোখে দেখিনি, তবে এখানে এই জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন আ.লীগ নেতা ইউসুফ মহুরির লোকজন। এই ক্ষতির বিচার চাই।

কৃষক হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগের ক্ষমতার জোরে এতদিন আমাদের সম্পত্তি দখল করে রেখেছিল। এখনো তারা থেমে নেই, রাতের আঁধারে সক্রিয়। আমার সবজি ও ফল ধরা গাছ তারা কেটে ফেলেছে। এবার কমপক্ষে পাঁচ লাখ টাকার সবজি-ফল বিক্রি করতে পারতাম।

এ বিষয়ে অভিযুক্ত গাজী মো. ইউসুফ আলী (মহুরি) অভিযোগ অস্বীকার করে বলেন, ৫ তারিখের পরে আমরা পরিবারসহ এলাকার বাইরে ছিলাম। এখন আমার বিরুদ্ধে মামলা করার জন্য ষড়যন্ত্র করে দোষ আমার মাথায় চাপাচ্ছে। তাদের গাছগুলো কে বা কারা কেটেছে এগুলো আমার কিংবা আমার পরিবারের কারো জানা নেই।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ফটোকার্ডের বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডকে নেওয়ার ব্যাখ্যায় যা জানাল আইসিসি

গোপনে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা

বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাম

মিলল কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ

নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা হবে : ইয়াছিন আরাফাত

হোটেল রেডিসন ব্লুতে তারেক রহমানের গাড়িবহর

১০

সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : শিক্ষা উপদেষ্টা

১১

উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় : ভিসি আমানুল্লাহ

১২

বিশ্বকাপের নতুন সূচিতে বাংলাদেশের নাম মুছে ফেলল আইসিসি

১৩

‘এ দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না’

১৪

যে কারণে সারজিস আলমকে শোকজ

১৫

বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না : আমির খসরু

১৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহিণীদের নজর ক্রোকারিজ পণ্যে

১৭

যুক্তরাষ্ট্রে আইসিইর হাতে দুই বছরের শিশু আটক

১৮

নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে : হর্ষবর্ধন শ্রিংলা

১৯

জামায়াত জোটে যুক্ত হলো আরও ১ দল

২০
X