বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে সবজির বাজারে স্বস্তি

জয়পুরহাটে সবজির বাজারে স্বস্তি
জয়পুরহাটে কাঁচাবাজারের চিত্র। ছবি : কালবেলা

জয়পুরহাটে এক সপ্তাহের ব্যবধানে আলুর প্রকার ভেদে পাইকারিতে দাম কমেছে প্রতিমণে ৪০০ থেকে ৫০০ টাকা। আর কেজিতে কমেছে ২০-২৫ টাকা। শীতের সবজির দাম কমায় ভোক্তারা স্বস্তিতে থাকলেও কৃষকরা বলছেন ভিন্ন কথা। তারা আকাশচুম্বী লাভ কখনোই চান না। উৎপাদন খরচ বাদে কিছু লাভ হলেই তারা খুশি। হঠাৎ করে যেভাবে দাম কমতে শুরু করেছে তাতে শীতকালীন সবজি চাষ করে তাদের লোকসানে পড়তে হবে।

গত এক সপ্তাহ আগে জয়পুরহাট শহরের নতুনহাট, জামালগজ্ঞ. আক্কেলপুর বাজার, দূর্গাদহ বাজারে প্রতিমণ (৪০ কেজি) আলু বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা। রোববার (২৯ ডিসেম্বর) জামালগঞ্জ চারমাথা বাজার ও নতুনহাটে প্রতিমণ আলু বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকায়।

আগাম জাতের আলু বীজ রোপণের পর বৃষ্টি হওয়ায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা বলছেন, এবার আলু বীজ অতি চড়া দামে তাদের কিনতে হয়েছে। ফলন আশাতীত নয় এবার। এভাবে দাম কমতে থাকলে তাদের বড় ধরনের লোকসানে পড়তে হবে।

এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজি জাতীয় পণ্যের দাম কমেছে কেজিপ্রতি ২০-২৫ টাকা। এতে করে নিম্ন আয়ের সাধারণ ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ১৫ দিন আগেও তাদের আলু কিনতে হয়েছে ৭০-৮০ টাকা কেজি দরে।

রোববার শহরের নতুনহাট, পূর্ববাজার ও পৌরবাজার এলাকায় কাঁচা বাজারে আলু প্রতি কেজি ৪০-৪৫ টাকা দামে বিক্রি হচ্ছে। মুড়িকাটা নতুন পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা, বেগুন ৩০, টমেটো ৬০, ফুলকপি আকার ভেদে ১০-১৫, শিম ৪০, গাজর ৪০, মরিচ ৬০, মুলা ১০, লাউ আকার ভেদে ২৫-৩০, বাঁধাকপি ২০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে কেজি প্রতি আরও ১৫-২০ টাকা কম দামে কৃষকরা বিক্রি করছেন তাদের উৎপাদিত সবজি।

ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের প্রান্তিক কৃষক আফজাল হোসেন ও আমিড়া গ্রামের কৃষক হাফিজার রহমান কালবেলাকে বলেন, যেভাবে আলু, পেঁয়াজসহ সবজির দাম কমেছে। এর থেকে আরও দাম কমলে লোকসানে পড়তে হবে কৃষককে। সিন্ডিকেড ব্যবসায়ীরা ৪০ কেজি আলু বীজের দাম নিয়েছে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। পেঁয়াজ বীজ কিনতে হয়েছে প্রতিমণ ১৪-১৬ হাজার টাকা। রাসায়নিক সার, দিন মজুরের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে খুব বেশি। কষ্ট করে আবাদ করে একটু লাভ না হলে কৃষক বাঁচবে কি করে।

আফজাল হোসেন অভিযোগ করে বলেন, ১৪ হাজার টাকা মণ দরে (৪০ কেজি) পেঁয়াজ বীজ কিনেছিলাম। এক বিঘা জমিতে সাড়ে ৩ মণ থেকে ৪ মণ পেঁয়াজ বীজ লাগে। মজুরি সার দিয়ে বিঘা প্রতি খরচ ৬০-৭০ হাজার টাকা। বাজারে পেঁয়াজ প্রতিমণ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা। এক বিঘা জমিতে ফলন হয় ৬০-৭০ মণ। দাম আরও কমলে পেঁয়াজ চাষে লোকসান হবে।

শহরের সবজি বিক্রেতা বাবু মিয়া, রবিউল ইসলাম, খায়রুল ইসলাম, আনোয়ার হোসেন বলেন, বাজারে শীতের সবজির আমদানি বেড়েছে। এ জন্য দাম কমতে শুরু করেছে। দাম আরও কমতে পারে। তারা কৃষকদের কাছ থেকে পাইকারি দামে কিনে সামান্য লাভে খুচরা দরে বিক্রি করেন। অনেক সময় সব সবজি বিক্রি করা সম্ভব হয় না। সেগুলো নষ্ট হলে গরু ছাগলকে খাওয়াতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

‘আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

কিডনির সমস্যা আছে কি না জানবেন যেভাবে

৩ দলকে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

আসিফ মাহমুদের প্রশ্ন / ‘নৌকা’ মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন

হাসপাতালে ঢুকে রোগীকে মারধর, চিকিৎসককে তুলে নেওয়ার হুমকি

ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা ৫ দিনের রিমান্ডে

ছাত্রদলের দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

১০

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

১১

জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

১২

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৩

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

১৪

লিজের জমি ‘দখল’ নিতে মানববন্ধন

১৫

বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে : রুয়েট উপাচার্য

১৬

নখ-দন্তহীন উচ্চকক্ষ কোনো কাজে আসবে না : এবি পার্টি

১৭

এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ বুধবার

১৮

সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা

১৯

‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে’

২০
X