হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

উঠান বৈঠকে বক্তব্য রাখছেন আব্দুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা
উঠান বৈঠকে বক্তব্য রাখছেন আব্দুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, সারা দেশে এনসিপির এত হাজার হাজার মানুষের সাড়া দেখে প্রতিটি জায়গায় কীভাবে বাধা সৃষ্টি করা যায় সে চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, দীর্ঘদিন ধরে দেশে একটা এস্টাবলিশমেন্ট আছে, তারা চায় দেশ একইভাবে চলবে তাহলে তাদের প্রত্যেকের পকেটে টাকা যাবে। আর আমরা যারা নতুন রাজনীতির কথা বলি আমাদের প্রত্যেকের মানসিকতা হচ্ছে পুরো এ ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা গড়ে তুলব।

তিনি আরও বলেন, আমাদের এ অভ্যুত্থানে আমরা প্রত্যেকে গুলির সামনে থেকে ফিরে এসেছি। আমাদের প্রত্যেকের চিন্তা হচ্ছে একজন মেম্বার (ইউপি সদস্য) কীভাবে সৎভাবে নির্বাচিত হবে, সৎ মানুষ কীভাবে মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হবে সে পরিস্থিতি আমরা তৈরি করব।

এনসিপির এ নেতা বলেন, আমাদের চিন্তা হচ্ছে ঘুষ ব্যতীত একজন যোগ্য ব্যক্তি কীভাবে নিয়োগ পাবে। তাহলে আপনাদের কাছ থেকে টাকা খেতে পারবে না। মানুষকে ভালো সেবা দেবে। আমরা যে এত পরিবর্তনের কথা বলছি, সারা দেশব্যাপী যারা এতদিন বড় বড় নেতা ছিল, মেম্বার (ইউপি সদস্য) ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল তারা কিন্তু এটা সহ্য করতে পারে না। বড় বড় ব্যবসায়ীরা সহ্য করতে পারে না। আমলারা সহ্য করতে পারে না, পুলিশ অফিসাররা সহ্য করতে পারে না, কেউই সহ্য করতে পারে না সেজন্য সবার শত্রু হই আমরা।

হান্নান মাসউদ বলেন, আমরা একটি রাজনৈতিক দল করেছি। সারা দেশে এত সমর্থন, আমরা যেখানে যাই সেখানে হাজার হাজার মানুষ সাড়া দেয়। আমরা বললাম, আমরা শাপলা দলের প্রতীক হিসেবে চাই। কয়েক দিনে যখন দেখল শাপলা প্রতীকের সাড়া, জোয়ার শুরু হয়েছে, মানুষজন শাপলা নিয়ে এসে এসে আমাদের দিচ্ছে। বলে যে শাপলাকে দলের প্রতীক হিসেবে দেওয়া যাবে না। প্রথমে বলেছে দেওয়া যাবে আপনারা প্রস্তাব করেন। আমরা তাদের সঙ্গে কথা বলে প্রস্তাব দিয়েছি। এখন বলছে, দেওয়া যাবে না।

মাসউদ বলেন, সারা দেশে পরিবর্তন আনব, একই সঙ্গে হাতিয়ায় পরিবর্তন আনব, ইনশাআল্লাহ। আমাদের এ পরিবর্তনের ছোঁয়া সারা দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। এটার জন্য আমরা আপনাদের সঙ্গী হিসেবে চাই।

আলহাজ মাওলানা শামছুল হুদার সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন- আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম, মাওলানা আবদুল মালেক, এ গণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুত তিব্রিস, মাওলানা ইউসুফ, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১০

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১১

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১২

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৩

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৪

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৫

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৬

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৭

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৮

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৯

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

২০
X