আব্দুল লতিফ লায়ন, বকশীগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কম দামে মধু বিক্রি করছেন মৌয়ালরা

জামালপুরের বকশীগঞ্জে মৌ মাছির দেখভাল করছেন খামারি। ছবি : কালবেলা
জামালপুরের বকশীগঞ্জে মৌ মাছির দেখভাল করছেন খামারি। ছবি : কালবেলা

বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। সরিষার হলুদ ফুল ও গন্ধে চারদিক মাতোয়ারা। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। সরিষার ফলন ভালো হওয়াতে মধু সংগ্রহ বেশির সম্ভাবনা রয়েছে। ভালো দাম না পেয়ে বাধ্য হয়ে কম দামেই মধু বিক্রি করছেন মৌয়ালরা।

জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বকশীগঞ্জে এসেছেন মৌ চাষিরা। সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধ করে বসিয়েছেন মৌ মাছির বাক্স। মাছি উড়ে গিয়ে ফুলের মধু সংগ্রহ করে আবার ফিরে আসছে আপন ঠিকানায়। দেখভাল করার জন্য পাশেই তাঁবু গেড়েছেন মৌ চাষিরা। উপজেলার মেরুরচর, নিলাক্ষিয়া, লাউচাপড়া, শেখেরচর, সাজিমারা, সাধুরপাড়া, পলাশতলা, মাইছেনির চর, সারমারাসহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক স্থানে মধু সংগ্রহের জন্য মাছিসহ বাক্স বসিয়েছেন মৌয়ালরা।

মৌয়ালরা জানান, নভেম্বর থেকে মে মাস পর্যন্ত চলে মধু সংগ্রহ। জামালপুর, শেরপুর, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, শরীয়তপুর পঞ্চগড়, মধুপুর, সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা মধু সংগ্রহ করে থাকেন। সরিষা ফুলের মধু সংগ্রহের পর ধনিয়া, কালোজিরা, তিল ও মিষ্টিকুমড়া ফুল থেকে মধু সংগ্রহ করেন। এভাবে ঘুরে ফিরে বছরের অন্তত ৭ মাস মধু সংগ্রহ করেন তারা।

উপজেলার মেরুরচরের আউলপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন মহিউদ্দিন নামে এক খামারি। তিনি এসেছেন খুলনা জেলার কয়রা উপজেলার বতুল বাজার থেকে।

তিনি বলেন, ৩০০টি মৌমাছির বাক্স নিয়ে এসেছেন তিনি। মৌমাছি প্রায় দুই কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে মধু সংগ্রহ করে নিয়ে আসে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতি সপ্তাহে এক টন মধু সংগ্রহ করতে পারেন বলে জানান তিনি। প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হয় বলে জানান এ খামারি।

মুকুল মিয়া নামে এক মৌয়াল জানান, ৩২০টি বাক্সে মাছি নিয়ে মধু সংগ্রহের জন্য খুলনা থেকে এসেছেন তিনি। প্রতি বছরই আসেন মধু সংগ্রহের জন্য। এ বছর সরিষার ফলন ভালো হওয়ায় মধু সংগ্রহ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের এই পরিস্থিতিতে মধুর বাজার নেই। তাই বাধ্য হয়ে কম দামেই বিক্রি করতে হবে। বিক্রি বাড়লে লাভের মুখ দেখা যাবে বলে জানান তিনি।

লাউচাপড়া গারো পাহাড়ে মধু সংগ্রহ করতে আসা বাগেরহাট এলাকার হোসেন আলী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ফিরে ৬-৭ মাস মধু সংগ্রহ করা যায়। পাঁচ-ছয়জন লোক খামারে কাজ করে। এ ছাড়া বছরের ৫ মাস মৌমাছিকে চিনি খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়। খামারে প্রতি মাসে কমপক্ষে ৫০০ কেজি চিনির প্রয়োজন। চড়া দামে চিনি কিনে মৌমাছি পালন সম্ভব নয়। এ ছাড়া উৎপাদিত মধু বিক্রির নির্ধারিত বাজার না থাকায় অনেকেই এই পেশা ছেড়ে দিতে বাধ্য দিচ্ছেন। তাই সরকারি সহায়তা চান খামারিরা।

বকশীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার জামান রতন বলেন, মধু অনেক উপকারী এবং লাভজনক ব্যবসা। যারা মধুচাষ করেন সরকার যদি তাদের সার্বিক সহযোগিতা করেন, তাহলে বিশ্বের বাজারে এ দেশের মধু ভালো জায়গা করে নেবে। সরকারি সহায়তা পেলে বেকার যুবকরা মধু চাষে আগ্রহ হবে।

এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসান বলেন, অনেকেই মনে করেন মৌমাছির কারণে ফসলের ক্ষতি হয়। আসলে মৌমাছির পরাগায়নের ফলে ফসলের উৎপাদন অনেক ভালো হয়, ক্ষতি হয় না। মৌমাছি থাকলে সে এলাকার ফসলে ক্ষতিকর পোকামাকড় কমবে। পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এজন্য বেশি বেশি মৌ-খামারি প্রয়োজন। মধু সংগ্রহের সুবিধার্থে সরকারিভাবে রিফাইন যন্ত্রের ব্যবস্থা করা হলে বাড়তি মধু উৎপাদন হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

১০

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

১১

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

১২

কক্সবাজারে মার্কেটে আগুন

১৩

৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

১৪

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

১৫

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

১৬

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

১৭

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৮

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

১৯

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

২০
X