মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৩:৩৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শোক দিবসে সাঈদীর নামে দোয়া করলেন স্কুলশিক্ষক

শোক দিবসে সাঈদীর নামে দোয়া করলেন স্কুলশিক্ষক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে ও তার পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে দোয়া করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের ধর্মীয় সহকারী শিক্ষক মো. আব্দুল আজিজ দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করেন।

পরে দোয়া শেষে এ বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সবাইকে বাইরে আলোচনা করতে নিষেধ করেন। কিন্তু এলাকার রাজনৈতিক নেতারা বিষয়টি জানতে পেরে বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে চাপ সৃষ্টি করেন এবং বিদ্যালয়ে দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রাখেন স্থানীয়রা।

এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদের প্রতি আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। এমন সময় সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ হক দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে দোয়া করেন। এ বিষয়টি নিয়ে তাকে চাপ সৃষ্টি করলে তিনি ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফজলুল হক কালবেলাকে জানান, গতকাল বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকীতে স্কুলের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই দোয়া মাহফিলে দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে দোয়া করা হয়। এ বিষয়টি আমি জানতাম না, আজকে জেনেছি। বিষয়টি খুবই দুঃখজনক এবং ঘৃণিত একটি কর্ম। তাই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল আজিজ হক মুঠোফোনে জানান, গত ২০০৪ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর হাত থেকে একটি পুরস্কার গ্রহণ করেন। সে কথাটি তার দোয়ার মধ্যে মনে পড়ে যায়, তাই তিনি তার জন্য দোয়া করেন। এ বিষয়টি তার ভুল হয়েছে বলে তিনি ক্ষমা প্রার্থনা চেয়েছেন প্রধান শিক্ষকের কাছে।

এদিকে স্থানীয়রা বলছেন, ধর্মীয় শিক্ষক আব্দুল আজিজ প্রধান শিক্ষকের আস্কারা পেয়েই এমন মহতী একটি অনুষ্ঠানে তিনি স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী ও আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে দোয়া করেছেন। আমরা এই দুই শিক্ষকের বহিষ্কারসহ আইনানুগ বিচার চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবস ২০২৩,দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১০

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১১

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১২

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৪

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৫

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৬

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৭

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৮

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৯

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

২০
X