শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩২
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

১০ টাকার জন্য কুপিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন

ফরিদপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
ফরিদপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

ফরিদপুরে ক্যারাম খেলা নিয়ে ফারুক ফকির (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মামুন শিকদারকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় মামুন আদালতে ছিলেন না, তিনি পলাতক রয়েছেন।

সাজাপ্রাপ্ত মামুন শিকদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বিশারী বাগ বাহারা এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ২০১৫ সালের ১৬ এপ্রিল জেলার ভাঙ্গা উপজেলার পীরেরচর বাজারে ক্যারাম বোর্ডের ভাড়া বাবদ ১০ টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুন শিকদারকে গালিগালাজ করে নিহত ফারুক ফকিরের ভাতিজা আক্তার ফকির। একপর্যায়ে মামুন শিকদার উত্তেজিত হয়ে আক্তারকে কিল-ঘুষি মারে এবং কোমরে গোঁজা চাকু দিয়ে কোপ দেয়। বিষয়টি দেখে ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে যায় ফারুক ফকির। তখন ফারুকের বুকে চাকু দিয়ে কোপ দেয় মামুন। একপর্যায়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মামুনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এ ঘটনায় ওইদিনই ভাঙ্গা থানায় মামুনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা শাহ জাহান ফকির।

২০১৭ সালের ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি মো. এমদাদুল হক মিয়া মামুন শিকদারের আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এ মামলায় আসামি মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তবে পরে তিনি জামিনে বের হয়ে আত্মগোপন করেন।

তিনি আরও বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এর ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধীদের এক থাকতে হবে : জামাল হায়দার

‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করবে নির্বাচন : প্রেস সচিব

ভাড়া বাসায় গৃহবধূর পোড়া লাশ, স্বামীকে খুঁজছে পুলিশ

৭ মাস ধরে বেতন বন্ধ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের

কেরুর চিনিকলে আবারও বোমা, এলাকাজুড়ে আতঙ্ক

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

খুঁড়িয়ে হাঁটা শিক্ষার্থীকে কাঁধে তুলে নিল বিএনসিসি সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

তিমির পেট থেকে বেঁচে ফেরা সেই যুবকের সাক্ষাৎকার

রিটার্ন জমা দেওয়ার শেষ সময় রোববার

১০

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন যারা

১১

পন্টিংয়ের মন্তব্যে বিসিবির কড়া জবাব

১২

৬ মাস পর কবরে শায়িত হলেন অভ্যুত্থানে নিহত হাসান

১৩

রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

১৪

‘জালিমকে তাড়াতে পেরেছি, জুলুমকে নয়’

১৫

থানায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৬

ধ্বংসস্তূপে এখনো স্ত্রী-স্বজনদের দেহ খুঁজছেন বৃদ্ধ

১৭

বাবা-মা হচ্ছেন পরমব্রত-পিয়া

১৮

স্বৈরাচারের প্রেতাত্মারা এখন বিএনপি হয়ে গেছে : আমিনুল হক

১৯

একইদিনে জবি-ঢাবির পরীক্ষা : ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

২০
X