১৪ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরিফ হোসেন (৩৫) জয়পুরহাট জেলার কালাই থানায় হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাজা পান।
তিনি একই জেলার পাঁচবিবি থানার আটপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
র্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেন ফেনসিডিল চোরাচালানের সময় ২০০৯ সালের ২৬ জুন কালাই থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে জামিনে বের হয়ে পালিয়ে যান তিনি।
চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাট জেলার বিশেষ ট্রাইব্যুনাল আদালত তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি র্যাব-৫-এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প আরিফ হোসেনকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আরিফকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
মন্তব্য করুন