ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার মতো কারও পরিণতি হোক আমরা চাই না : ডা. শফিকুর রহমান

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখন চারদিকে দখল, চাঁদাবাজিসহ নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা যদি সত্যি দেশকে ভালোবাসি তবে এসব কেন হচ্ছে। অবিলম্বে এসব বন্ধ করে মানুষকে শান্তি দিন। আওয়ামী লীগ দেশকে নিঃশেষ করে গেছে। আমরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি মানবিক সমাজ চাই। আমরা চাই না শেখ হাসিনার মতো পরিণতি কোনো সরকারপ্রধানের হোক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত আতার্তুক স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল চাঁদাবাজি করবে এজন্য তো ছাত্ররা রক্ত দেয়নি। এসব বন্ধ করুন। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। প্রয়োজনে আবারও রাস্তায় নামব তবুও জুলুম করতে দেব না।

তিনি আরও বলেন, জনগণের জন্য আমাদের নিজেরদের সুখ শান্তি পরিত্যাগ করেছি। নিজেরদের স্বাচ্ছন্দ্যকে আল্লাহর রাস্তায় ওয়াকফ্ করে দিয়েছি। দেশের ১৮ কোটি মানুষের সুখ এবং শান্তি দেখতে চাই। এতে যদি আবারও ফাঁসিতে ঝুলতে হয় তার জন্য আমরা প্রস্তুত। আরও যদি জীবন দিতে হয় দেব ইনশাআল্লাহ। কিন্তু মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বিগত আমলে মানুষের ওপর জুলুম করে ২৬ লাখ টাকা বিদেশে পাচার করা হয়েছে। তারা এখন পলাতক।

জামায়াতের আমির বলেন, মানুষের সম্পদ লুণ্ঠনের রাজনীতি জামায়াত করে না। গত ১৬ বছর জামায়াতের উপর নির্মম নির্যাতন করা হয়েছে। আমাদের নেতৃত্বকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে নিষ্ঠুরভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সারা দেশে আমাদের অফিসগুলো তালাবদ্ধ করে রেখেছিল। বিগত সময়ে স্বৈরাচার হাসিনার দোসররা ছাড়া সকল দল নিষ্পেষিত ছিল। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ছিল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। তবুও মাথা নত করেনি। কিন্তু আল্লাহর মেহেরবানি এত কিছুর পরও জনগণকে জুলুম নির্যাতন থেকে দূরে রাখা যায়নি, সে চক্রান্ত সফল হয়নি। আমার জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন, পৌর জামাতের আমির মাওলানা কামরুল আহছান, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

টিভিতে আজকের খেলা

আড়িয়াল খাঁ নদে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ

০১ মে : আজকের নামাজের সময়সূচি

‘চাকরি খেয়ে ফেলব’, কারারক্ষীকে আ.লীগ নেতার হুমকি

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে উপদেষ্টার পদত্যাগ দাবির মিছিলে পুলিশের বাধা 

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার বরখাস্ত 

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

১০

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

১২

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

১৩

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

১৪

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১৫

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

১৬

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

১৭

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

১৮

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

১৯

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

২০
X