টঙ্গি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি ও কল্যাণ কামনায় শেষ হলো ইজতেমার দ্বিতীয় ধাপ

ইজতেমায় দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের আমির, আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের। ছবি : কালবেলা
ইজতেমায় দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের আমির, আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের। ছবি : কালবেলা

শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতে শেষ হয়েছে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১২টা ২৮ মিনিটে। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের আমির, আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের।

মোনাজাতের প্রথম ১১ মিনিট কোরআনের আয়াত ও উর্দুতে দোয়া করা হয়। এরপর ১৯ মিনিট বাংলায় দোয়া পরিচালনা করা হয়।

আখেরি মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ৩০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মোনাজাতে বিশ্ব উম্মাহর ঐক্য, ইসলামের প্রচার-প্রসার, মানবতার কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখিরাতের মুক্তি কামনা করা হয়। মোনাজাত চলাকালে তুরাগতীরে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।

এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক সাহেব। সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করেন হিন্দুস্তানের মাওলানা আবদুর রহমান। আখেরি মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ নসিহত দেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

ইজতেমার আয়োজক কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ইজতেমা ময়দান ত্যাগ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানজট নিরসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছেন।

এদিকে ইজতেমায় অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ভোর থেকেই লাখো মুসল্লি তুরাগতীরে ভিড় জমিয়েছিলেন। আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইজতেমায় অংশ নিতে পারেন।

এর আগে গত শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে তাবলিগ জামাতের জুবায়ের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রথম ধাপ শুরু হয়। ২ ফেব্রুয়ারি আখের মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি বাদ ফজর থেকে তাদের দ্বিতীয় ধাপের আয়োজন শুরু হয়। তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।

এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে এবার ইজতেমা করছেন সাদ অনুসারীরা। শর্ত অনুসারে টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের এ বছরই শেষ ইজতেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১০

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১২

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৩

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৪

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৫

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৬

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৭

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৮

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৯

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

২০
X