শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সনাতনীদের কেউ নিরাপদ রাখেনি : পূজা পরিষদ

সিলেটে পূজা উদযাপন পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় অতিথিরা। ছবি : কালবেলা
সিলেটে পূজা উদযাপন পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় অতিথিরা। ছবি : কালবেলা

সিলেটে পূজা উদযাপন পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় নেতারা বলেছেন, গত ১৫ বছর আমাদের ৫ দফা দাবির একটিও বাস্তবায়নের কেউ উদ্যোগ নেয়নি। সরকার যায়, সরকার আসে কিন্তু সনাতনীদের কেউ নিরাপদ রাখেনি। সেই ৫ দফা এখন ৮ দফায় রূপান্তরিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিলেট মহানগরীর শারদা হলে অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত বক্তারা এসব কথা বলেন।

এ সময় তারা বলেন, ৮ দফা সনাতনী ধর্মাবলম্বীদের প্রাণের দাবি, বাঁচার দাবি। এই ৮ দফা আমরা আদায় করবই। স্বাধীনতার সময় সনাতনীরা নির্যাতিত হয়েছেন। স্বাধীনতার পরও ৫৩ বছর সনাতনীরা নির্যাতন, অন্যায়, বঞ্চনা সহ্য করে বেঁচে আছেন। কোনো সরকারের আমলেই সনাতনীরা ভালো ছিল না।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর বলেন, দেশের ক্রান্তিলগ্নে এই পূজা উদযাপন পরিষদ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সবাই এক হয়ে এ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এই সিলেট অঞ্চলে অনেক মহাপুরুষ এসেছেন। যাদের কল্যাণে আমরা যাত্রা শুরু করতে পেরেছিলাম। ফলে আমরা এতদূর পর্যন্ত এসেছি।

তিনি আরও বলেন, প্রতিটি সংকটময় মুহূর্তে আমরা যার যার জায়গায় মাঠে নেমেছি। এ দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন। এ দেশ আমাদের, এ দেশকে আমরা ভালোবাসি। এ পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি বলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনী আমাদের সঙ্গে রয়েছে। ঐক্যের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার ৫৩ বছরে এই হিন্দু সম্প্রদায়ের লোক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। সব সমস্যা ও অভিযোগ আমরা সরকার, সেনাবাহিনী ও প্রশাসনের কাছে তুলে ধরব এবং এসব সমস্যা সমাধানের চেষ্টা করব।

তিনি আরও বলেন, আপনারা ধৈর্য ধরুন। আমরা ৮ দফা নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি।

সভাপতির বক্তব্যে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, আপনাদের ওপর যেসব হয়রানিমূলক মিথ্যা মামলা হয়েছে সেসব মামলা সম্পর্কে আমাদের দ্রুত জানান। মিথ্যা মামলায় যত ধরনের আইনি সহায়তা প্রয়োজন হয় আমরা যে কোনোভাবে তাদের পাশে দাঁড়াব। যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে আপনারা দ্রুত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের জানাবেন।

সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক এবং কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, যুগ্ম সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য, বিমল বণিক, কেন্দ্রীয় সদস্য সুব্রত দেব, আশুতোষ দাশ, সিলেট জেলা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।

সভায় আরও বক্তব্য দেন- পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিমান রায়, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিজন দেব, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, সিলেট জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ, মহানগর শাখার যুগ্ম সম্পাদক দেবব্রত চৌধুরী, কোষাধ্যক্ষ ডিজি রুনু, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কলি তালুকদার, কোতোয়ালি থানা শাখার সভাপতি অরবিন্দু দাশ বিভু, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্তি দাশ, কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরুনা দেব, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরঞ্জিত বৈদ্য, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু, বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তি, এয়ারপোর্ট থানা শাখার সভাপতি নান্টু রঞ্জন সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিখিল মালাকার।

এ সময় পূজা উদযাপন পরিষদ সিলেটের চার জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভার সভাপতি, সম্পাদকসহ সনাতনী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১০

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১১

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১২

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৩

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৪

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৬

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৭

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৮

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

১৯

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

২০
X