দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা-স্মরণে ‘শাহ আব্দুল করিম লোক উৎসব’ উদযাপন

শনিবার রাতে স্টেইজে গান গাইছেন কামরুজ্জামান রাব্বি। ছবি : কালবেলা
শনিবার রাতে স্টেইজে গান গাইছেন কামরুজ্জামান রাব্বি। ছবি : কালবেলা

বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জে ‘শাহ আব্দুল করিম লোক উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী এই লোক উৎসব হয়েছে সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীর তীরে উজানধল এলাকায়। উৎসবটি গত শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গানের মধ্যদিয়ে শেষ হয়।

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষ অংশ নেন। এ ছাড়া বিদেশ থেকেও অনেকে এসেছিলেন এই উৎসবে। এই শিল্পীর স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসবের আয়োজন করে আসছে শাহ আবদুল করিম পরিষদ। তার ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও তার ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে শুক্রবার আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। এই উৎসব উপলক্ষে পথে পথে বসেছিল গানের আসর। একটি মেলাও বসেছিল উজানধল গ্রামের মাঠে। দূর থেকে আসা ভক্তদের অনেকে থেকেছেন তাঁবু বানিয়ে।

উৎসবে আসা বাউল করিমের শিষ্য অনুরাগী স্থানীয় শিল্পী বাউল সিরাজ উদ্দিন, আব্দুর রহমান, শাহ আব্দুল তোয়াহেদ, রনেশ ঠাকুর, সূর্যলালের সাথে কথা বললে তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। বলেছেন, ‘দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে ঠেকছে বাঙাল— যারা কাঙাল লাভ হলো না মূলে’... কৃষক মজুর দিশেহারা শান্তি নাই আসলে গরিব কাঙালের পেটে ক্ষুধার আগুন জ্বলে হিতে বিপরীত ঘটাল লেজ— কাটা বানরের দলে’। তার লিখিত প্রতিটি গানের কথায় যেমন ফুটে উঠেছে ভাটি বাংলার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা, তেমনি তিনি কলম ধরেছেন তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে গান লিখতে গিয়ে অনেক সময় তিনি আক্রোশের শিকারও হয়েছেন। এ সময় তিনি অত্যাচারিত হয়ে গ্রাম ছেড়েছেন, কিন্তু গান ছাড়েননি। আব্দুল করিমের সংগীত চর্চায় মরমী, বিচ্ছেদী গানের মাঝেও গ্রামের সাবলীল ভাষায় সমাজের বৈষম্যের কথা উচ্চারিত করেছেন।

তারা বলেন, তিনি শোষণহীন সমাজব্যবস্থার জন্য গান রচনা করেছেন। যেমন- ‘স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই, শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই।’ দেশের সম্পদ রক্ষা করার জন্য সবাইকে সাবধান করে বলেছেন ‘চোরে চায় না দেশের কল্যাণ’। করিমের সমাজচেতনা নির্ভর গানগুলো একদিন সকলের মনে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামের প্রেরণা হয়ে দেখা দেবে, আব্দুল করিমের গান হবে সাম্রাজ্যবাদ বিরোধী শোষণ মুক্ত দেশ গড়ার আন্দোলনে সংগ্রামী হাতিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর কাঁন্নায় বেঁচে গেল মায়ের জীবন

হাদি হত্যায় সরকারকে দুষলেন রুমিন ফারহানা

৪২২ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম : শেখ রবিউল আলম

খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মিন্টুর দোয়া মাহফিল

ঐক্য পরিষদ / ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাবি

ওসমান হাদির জানাজা শনিবার, যানচলাচল নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

সংবাদপত্রের অফিসে হামলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নিন্দা

খুবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো দুদিনব্যাপী ভর্তি পরীক্ষা

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মুজাহিদ শুভ

১০

আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারাতে চাই না : মান্নান

১১

সবজির দামে ভাটা, পেঁয়াজে পতন

১২

ছোট ফেনী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আবদুল আউয়াল মিন্টু

১৩

দুই যুবক নিহতের ঘটনায় পুলিশ বক্স ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে : ইশরাক হোসেন

১৫

গোপালগঞ্জে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি চত্বর’

১৬

‘নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত’

১৭

ওসমান হাদির মৃত্যু / আজ যা যা ঘটল

১৮

হাদিকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট যুবকের, যা করল ছাত্র-জনতা

১৯

ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার তদন্ত চায় জামায়াত

২০
X