বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা-স্মরণে ‘শাহ আব্দুল করিম লোক উৎসব’ উদযাপন

শনিবার রাতে স্টেইজে গান গাইছেন কামরুজ্জামান রাব্বি। ছবি : কালবেলা
শনিবার রাতে স্টেইজে গান গাইছেন কামরুজ্জামান রাব্বি। ছবি : কালবেলা

বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জে ‘শাহ আব্দুল করিম লোক উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী এই লোক উৎসব হয়েছে সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীর তীরে উজানধল এলাকায়। উৎসবটি গত শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গানের মধ্যদিয়ে শেষ হয়।

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষ অংশ নেন। এ ছাড়া বিদেশ থেকেও অনেকে এসেছিলেন এই উৎসবে। এই শিল্পীর স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসবের আয়োজন করে আসছে শাহ আবদুল করিম পরিষদ। তার ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও তার ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে শুক্রবার আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। এই উৎসব উপলক্ষে পথে পথে বসেছিল গানের আসর। একটি মেলাও বসেছিল উজানধল গ্রামের মাঠে। দূর থেকে আসা ভক্তদের অনেকে থেকেছেন তাঁবু বানিয়ে।

উৎসবে আসা বাউল করিমের শিষ্য অনুরাগী স্থানীয় শিল্পী বাউল সিরাজ উদ্দিন, আব্দুর রহমান, শাহ আব্দুল তোয়াহেদ, রনেশ ঠাকুর, সূর্যলালের সাথে কথা বললে তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। বলেছেন, ‘দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে ঠেকছে বাঙাল— যারা কাঙাল লাভ হলো না মূলে’... কৃষক মজুর দিশেহারা শান্তি নাই আসলে গরিব কাঙালের পেটে ক্ষুধার আগুন জ্বলে হিতে বিপরীত ঘটাল লেজ— কাটা বানরের দলে’। তার লিখিত প্রতিটি গানের কথায় যেমন ফুটে উঠেছে ভাটি বাংলার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা, তেমনি তিনি কলম ধরেছেন তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে গান লিখতে গিয়ে অনেক সময় তিনি আক্রোশের শিকারও হয়েছেন। এ সময় তিনি অত্যাচারিত হয়ে গ্রাম ছেড়েছেন, কিন্তু গান ছাড়েননি। আব্দুল করিমের সংগীত চর্চায় মরমী, বিচ্ছেদী গানের মাঝেও গ্রামের সাবলীল ভাষায় সমাজের বৈষম্যের কথা উচ্চারিত করেছেন।

তারা বলেন, তিনি শোষণহীন সমাজব্যবস্থার জন্য গান রচনা করেছেন। যেমন- ‘স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই, শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই।’ দেশের সম্পদ রক্ষা করার জন্য সবাইকে সাবধান করে বলেছেন ‘চোরে চায় না দেশের কল্যাণ’। করিমের সমাজচেতনা নির্ভর গানগুলো একদিন সকলের মনে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামের প্রেরণা হয়ে দেখা দেবে, আব্দুল করিমের গান হবে সাম্রাজ্যবাদ বিরোধী শোষণ মুক্ত দেশ গড়ার আন্দোলনে সংগ্রামী হাতিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১০

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১১

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১২

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৩

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৪

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৫

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৬

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৭

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৮

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৯

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

২০
X