দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা-স্মরণে ‘শাহ আব্দুল করিম লোক উৎসব’ উদযাপন

শনিবার রাতে স্টেইজে গান গাইছেন কামরুজ্জামান রাব্বি। ছবি : কালবেলা
শনিবার রাতে স্টেইজে গান গাইছেন কামরুজ্জামান রাব্বি। ছবি : কালবেলা

বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জে ‘শাহ আব্দুল করিম লোক উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী এই লোক উৎসব হয়েছে সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীর তীরে উজানধল এলাকায়। উৎসবটি গত শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গানের মধ্যদিয়ে শেষ হয়।

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষ অংশ নেন। এ ছাড়া বিদেশ থেকেও অনেকে এসেছিলেন এই উৎসবে। এই শিল্পীর স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসবের আয়োজন করে আসছে শাহ আবদুল করিম পরিষদ। তার ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও তার ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে শুক্রবার আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। এই উৎসব উপলক্ষে পথে পথে বসেছিল গানের আসর। একটি মেলাও বসেছিল উজানধল গ্রামের মাঠে। দূর থেকে আসা ভক্তদের অনেকে থেকেছেন তাঁবু বানিয়ে।

উৎসবে আসা বাউল করিমের শিষ্য অনুরাগী স্থানীয় শিল্পী বাউল সিরাজ উদ্দিন, আব্দুর রহমান, শাহ আব্দুল তোয়াহেদ, রনেশ ঠাকুর, সূর্যলালের সাথে কথা বললে তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। বলেছেন, ‘দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে ঠেকছে বাঙাল— যারা কাঙাল লাভ হলো না মূলে’... কৃষক মজুর দিশেহারা শান্তি নাই আসলে গরিব কাঙালের পেটে ক্ষুধার আগুন জ্বলে হিতে বিপরীত ঘটাল লেজ— কাটা বানরের দলে’। তার লিখিত প্রতিটি গানের কথায় যেমন ফুটে উঠেছে ভাটি বাংলার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা, তেমনি তিনি কলম ধরেছেন তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে গান লিখতে গিয়ে অনেক সময় তিনি আক্রোশের শিকারও হয়েছেন। এ সময় তিনি অত্যাচারিত হয়ে গ্রাম ছেড়েছেন, কিন্তু গান ছাড়েননি। আব্দুল করিমের সংগীত চর্চায় মরমী, বিচ্ছেদী গানের মাঝেও গ্রামের সাবলীল ভাষায় সমাজের বৈষম্যের কথা উচ্চারিত করেছেন।

তারা বলেন, তিনি শোষণহীন সমাজব্যবস্থার জন্য গান রচনা করেছেন। যেমন- ‘স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই, শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই।’ দেশের সম্পদ রক্ষা করার জন্য সবাইকে সাবধান করে বলেছেন ‘চোরে চায় না দেশের কল্যাণ’। করিমের সমাজচেতনা নির্ভর গানগুলো একদিন সকলের মনে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামের প্রেরণা হয়ে দেখা দেবে, আব্দুল করিমের গান হবে সাম্রাজ্যবাদ বিরোধী শোষণ মুক্ত দেশ গড়ার আন্দোলনে সংগ্রামী হাতিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ১০ দফা দাবিতে আন্দোলনে শিক্ষকরা 

নারায়ণগঞ্জে শ্রমিক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রকৌশলীদের দক্ষ এবং সৎ হিসেবে গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান

বরগুনার সেই শিশু ও পরিবারের পাশে তারেক রহমান

উত্তরায় মসজিদে ঘুষি মেরে ইমামকে হত্যার দাবি, যা জানা গেল

একদিনে যুক্তরাষ্ট্রে ৪০ টর্নেডোর আঘাত

চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ আগুন

দ্রুত নিবার্চন দিন, প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার : দুলু

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী মর্তুজা

লাইট জ্বালালেই ঘরে পোকার উৎপাত, দূর করবেন যেভাবে

১০

‘আমার জামাই বীরের মতো ফিরবে’

১১

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : মুরাদ

১২

৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’

১৩

দেশের সব বিমানবন্দরে চালু হতে পারে স্টারলিংকের ইন্টারনেট

১৪

আসামিকে ছাড়াতে থানায় বিএনপি নেতাদের হাতাহাতি

১৫

জুলাই বিপ্লবে আহতদের পুনাকের আর্থিক সহায়তা 

১৬

ছাত্রদল নেতার ব্যতিক্রম ধারায় ঈদ উপহার বিতরণ

১৭

‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম আসছে এপ্রিলে

১৮

গাজীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

১৯

‘অল টাইম’র উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ 

২০
X