এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নদীতে মাছ ধরতে নৌ-পুলিশকে দিতে হয় মাসোহারা!

কালনী-কুশিয়ারা নদীর তীরে সারিবদ্ধ নোঙর করা জেলেদের নৌকা। ছবি : কালবেলা
কালনী-কুশিয়ারা নদীর তীরে সারিবদ্ধ নোঙর করা জেলেদের নৌকা। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদী থেকে মাছ আহরণ করতে জেলেদের নিকট থেকে মাসিক চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে কাকাইলছেও নৌ-পুলিশের বিরুদ্ধে।

চাঁদা ঠিকমতো না দিলে জাল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ জেলেদের। তারপর সেই জাল ফাঁড়ি থেকে বেশি টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হয় তাদের।

তবে টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি ফাঁড়ি ইনচার্জের।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রনিয়া গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদীর তীরে ঘুরতে গিয়ে দেখা যায়, প্রায় আর্ধশতাধিক জেলেদের সারিবদ্ধ নৌকা নদীর তীরে নোঙর করা।

এসময় জেলেদের নৌকার ছবি তোলার সময় অনু দাস (ছদ্মনাম) নামে এক জেলে বলেন, ‘খাজনা নেওয়ার লাগি আইছেন?’ কিসের খাজনা জিজ্ঞাসা করতেই বলেন, ‘আমি মনে করছিলাম পুলিশ। হেরা আইলে আমরা তো মাসে মাসে হেরারে নৌকা প্রতি ২০০ ট্যাকা কইরা মাসোহারা দেই। তাই আমি মনে করছিলাম ট্যাকা নেওয়ার লাগি আইছেন।’

স্থানীয় জেলেদের সঙ্গে আলাপকালে তারা জানান, উপজেলার কালনী-কুশিয়ারা নদী থেকে মাছ আহরণ করে প্রতিদিন শত শত জেলে পরিবারের জীবিকা নির্বাহ করেন। চলতি বছরে নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নদী থেকে যে পরিমাণ মাছ আহরণ করা হয় তা বিক্রি করে সংসারে চাহিদা পূরণ করা যাচ্ছে না। তার উপর আবার নৌ-পুলিশকে দিতে হয় মাসিক চাঁদা।

চাঁদা ঠিকমতো না দিলে জাল ধরে নিয়ে যায়। আবার ধার দেনা করে টাকা এনে জাল ছাড়িয়ে আনতে হয়। তাই অনেক জেলেই এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছে।

সমিরণ দাস (ছদ্মনাম) নামে বায়োবৃদ্ধ এক জেলে বলেন, নদীতে আগের মত মাছ নেই। মাঝে মধ্যে দু একটা মাছ পাওয়া গেলে তা বিক্রির টাকা দিয়ে তিন বেলা আধাপেট খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে কোনরকম বেচেঁ আছি। তার উপর কাকাইলছেওয়ের পুলিশ এসে ইলিশ মাছ ধরার অভিযোগে জাল ধরে নিয়ে যায়। আমরা গরিব মানুষ কি আর করমু। তাই প্রতি মাসে জেলে প্রতি ২০০ করে টাকা চাঁদা দিতে হয়। তবে কতোটি জেলের নৌকা আছে তা সঠিক করে বলতে পারেননি তিনি।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তিনি সবেমাত্র সপ্তাহ ১০ দিন পূর্বে যোগদান করেছেন। এখন পর্যন্ত তিনি নদীতে যাননি। তবে টাকা কারা নিচ্ছে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ শিক্ষকের সেই স্কুলে এবারও সবাই ফেল

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

এসএসসিতে আমিরাতের ২ প্রতিষ্ঠানে পাসের হার ৭২ শতাংশ

এক দেশে ৩৫%, অন্যদের ২০% শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

প্রথম প্রেম ভুলতে পারেননি আনুশকা

রাবিপ্রবিতে প্রথমবার ছাত্রদলের কমিটি

শেষ ওভারের নাটকীয়তায় রংপুরের জয়

প্রতিদিন ১৫ মিনিট হাঁটলেই ৭ পরিবর্তন আসবে আপনার

১০

কক্সবাজারে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

১১

নদীতে সেতু ভেঙে পড়া নিয়ে প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা

১২

যমজ দুই ভাইয়ের আশ্চর্যজনক ফলাফল

১৩

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আসলে কেমন

১৪

৮ শিক্ষকের স্কুলে ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

১৫

চলন্ত বাইক থেকে ফেলা হলো ছাত্রলীগ নেতাকে, এরপর যা ঘটল

১৬

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

১৮

ছুটির দিনেও খোলা থাকবে কাস্টম হাউস

১৯

দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০
X