মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালকের সহকারী নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুড়ে যাওয়া বাস। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুড়ে যাওয়া বাস। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে ওই বাসে ঘুমিয়ে থাকা বাসচালকের সহকারী সাহাবির মিয়া (১৪) অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার বালিগাঁও ব্রিজের ওপরে পার্কিং করে রাখা অবস্থায় গাংচিল পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।

নিহত সাহাবির মিয়া লৌহজং উপজেলার পালেরগাঁও এলাকার সোহেল মিয়ার ছেলে। আগুনে পুড়ে যাওয়া গাঙচিল পরিবহনের বাসটি বালিগাঁও-লৌহজং হয়ে রাজধানী ঢাকায় চলাচল করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের কাজ শেষে মঙ্গলবার রাতে বাসের ভেতর ঘুমিয়ে ছিল সাহাবীর। ঘুমানোর আগে পাশেই নিজের মোবাইল ফোনটি চার্জে দেয়। এ ছাড়া পাশেই একটি মশার কয়েল জ্বালানো ছিল। রাত আড়াইটায় বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়।

স্থানীয় কয়েকজন তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে লৌহজং ও টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যাওয়া বাসের ভেতরে তল্লাশি চালিয়ে নিহত ঘুমিয়ে থাকা বাসের হেলপারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের মা মুন্নী বেগম বলেন, আমার স্বামী মাদক সেবন করে। আমার ও আমার সন্তানদের কোনো খোঁজখবর নেয় না। দুই বছর ধরে আমার ছেলে গাড়ির কাজ করে। এক বছর ধরে এখানে গাড়িতে কাজ করছে। রাতে ও গাড়িতেই ঘুমাত। মাঝেমধ্যে বাড়িতে আসত।

নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, তিন দিন আগে বাড়ি থেকে বের হয় সাহাবির। সারাদিন গাড়িতে হেলপারি করে রাতে গাড়িতেই ঘুমাত। আগুনে পুড়ে মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমার নাতিটা আয় করে সংসার চালাত। ওর ছোট একটা বোন আছে পঞ্চম শ্রেণিতে পড়ে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

১০

চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’

১১

গণপিটুনিতে নিহত রূপলালের ছেলে এখন বাবার পেশায়

১২

বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

১৩

নারীদের মধ্যে বাড়ছে হার্ট ব্লকের ঝুঁকি, নেপথ্য কারণ জানালেন বিশেষজ্ঞ

১৪

বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরতে শুরু করেছে : উপদেষ্টা আসিফ

১৬

নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের

১৭

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৮

মতিঝিলে কালবেলার সাংবাদিকের ওপর হামলা

১৯

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস / গুম থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান

২০
X