নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ এএম
অনলাইন সংস্করণ

খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : আব্দুল বারী ড্যানী

নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশ। ছবি : কালবেলা
নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, গণতন্ত্র হত্যাকারীরা ১৭ বছর আমাদের প্রকাশ্যে সমাবেশ করতে দেয়নি। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এত বছর পর গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেইজন্য আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগ ও পেটুয়া বাহিনীর দ্বারা বিএনপির নেতাকর্মীরা গুম, খুন ও ক্রসফায়ারের নামে হত্যার শিকার হয়েছেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে, জনগণের কথা বলে। তাই জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে, এখনো রাখবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ও আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। তার পরিসমাপ্তি ঘটেছে জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মিথ্যা মামলায় জেল খেটেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে যাচ্ছে। সেই গণতন্ত্র একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আজ ছয় মাস অতিবাহিত হওয়ার পর সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন দিতে হবে। এর মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করুন। সংস্কার কাজে আমরা আপনাদের সহযোগিতা করব। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে তিন থেকে চার মাসের বেশি সময় লাগে না। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সরকারকে পরিষ্কার বার্তা দিতে চাই, এই পতিত ফ্যাসিবাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের হোতাদের দেশে ফিরিয়ে এনে তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, অ্যাডভোকেট নুরুজ্জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মাহফুজুল হক, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এসএম মনিরুজ্জামান দুদু, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. রোখসানা কানিজ চৌধুরী পলমল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।

নেতারা বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

তাসকিনের তাণ্ডবের পরেও লঙ্কানদের লড়াকু সংগ্রহ

ইউলাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : দুদু

কম্পিউটার সমিতির সভাপতি জহিরুলকে সনির শুভেচ্ছা

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ

ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের থাকতে অধ্যক্ষের নোটিশ

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ৪১৬ জন

এনবিআরের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

১০

সৌদিকে লিখিত বার্তা দিল ইরান

১১

পরবর্তী জন্মে প্রিয়াংকার স্বামী হতে চান শাহরুখ খান

১২

সেই সহকারী সচিব তাবাসসুম চাকরিচ্যুত

১৩

চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

১৪

ভাতা কার্ডের কথা বলে দলিলে স্বাক্ষর, সম্পত্তি লিখে নেন ছেলেরা

১৫

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

১৬

বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?

১৭

৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

১৮

জুলাই আন্দোলনে নিহত / ছেলের মুখে বাবা ডাক শোনা হলো না তারেকের

১৯

ভয়াবহ সুনামির আশঙ্কা, প্রাণহানি ঘটতে পারে ৩ লাখ মানুষের

২০
X