রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কর্মিসভার মঞ্চ ভাঙচুর, ২ গ্রুপের পাল্টাপাল্টি হামলা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে পৌর ওয়ার্ড বিএনপির কর্মিসভার মঞ্চ ভাঙচুরসহ নেতাকর্মীদের ওপর হামলা এবং চাঁদাবাজিসহ জবর দখলে বাধা দেওয়ায় পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগে পাল্টাপাল্টি মামলা করেছে বিএনপির ২টি গ্রুপ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চর লক্ষ্মীপুর আহম্মদ আলী মৃধা কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের নামে পৃথক দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলায় দুই গ্রুপের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬৬ জনকে আসামি করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি সদর থানায় মামলা দুটি রেকর্ড করা হয়। মামলার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, এলাকায় সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জবরদখলে বাধা দেওয়ায় গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পরিকল্পিতভাবে ইটভাটা ব্যবসায়ী মো. সালাম সিকদারকে (৪০) ইট ভাটায় যাওয়ার পথে চর লক্ষ্মীপুর আহম্মদ আলী মৃধা কলেজের সামনে পৌঁছানো মাত্রই দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয় এবং এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, লাথিসহ লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এতে তার মাথার ডানপাশে কানের পেছনে ৭টি ও মাথায় ৬টি সেলাই লাগে। এ সময় হামলাকারীরা তার প্যান্টের পকেটে থাকা ইট বিক্রির নগদ ৯৩ হাজার টাকা নিয়ে যায়। ইটভাটা ব্যবসায়ী মো. সালাম সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগে তার ভাই মো. কালাম সিকদার গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদী হয়ে বিএনপির (আসলাম-হরুন) গ্রুপের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৫/৬ জনকে আসামি করে মামলা করেন।

এদিকে, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরের আহাম্মদ আলী মৃধা কলেজ মাঠে পৌর ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভার মঞ্চ প্রস্তুতকালে সশস্ত্র হামলায় প্রথম দফায় মঞ্চ ভাঙচুর এবং পরে কর্মিসভায় হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে মারধর ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, পাল্টাপাল্টি মামলার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত এই মামলাগুলোতে কোনো আসামি গ্রেপ্তার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, আমাদের বাঁচার স্বপ্ন’

রামুতে মিথ্যা মামলায় যুবক কারাগারে

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে পাঠানো হলো ঢাকায়

মন্ত্রণালয়ে চূড়ান্ত জকসু নীতিমালা, রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী বহিষ্কার

বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগরেন্স পরিদর্শনে জাইকা প্রতিনিধিদল

চাকসুতে দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য থাকছে আলাদা বুথ

বিশ্ববাজারে আবারও স্বর্ণের রেকর্ড দাম

আরও ছয় পুলিশ পেলেন বিপিএম ও পিপিএম পদক

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

১০

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১১

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিরা পলাতক

১২

সংকটে মালদ্বীপ প্রবাসীরা, দেশত্যাগের মুখে ২৭ হাজার শ্রমিক

১৩

সৌদি থেকে ফেরত আনা হলো ৩৮ কোটি টাকা

১৪

আলু যেন গলার কাঁটা

১৫

এবার ‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিতে আরেক দলের আবেদন

১৬

অকেজো সরঞ্জাম, ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

১৭

দাম বাড়ল ভোজ্যতেলের

১৮

চমেকে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

১৯

ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

২০
X