মাসুদ রানা, খানসামা (দিনাজপুর)
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাইলিংয়েই আটকা ইছামতী নদীর সেতু, বাঁশ-কাঠের সাঁকোতে ভরসা

দিনাজপুরে খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর শুধু পাইলিংয়ের কাজ হয়েছে। গতকাল শনিবারের ছবি। কালবেলা
দিনাজপুরে খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর শুধু পাইলিংয়ের কাজ হয়েছে। গতকাল শনিবারের ছবি। কালবেলা

দিনাজপুরে খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শুধু পাইলিংয়েই আটকে আছে। এ অবস্থায় চলাচলের জন্য স্থানীয় বাসিন্দারা কাঠ-বাঁশের সাঁকো ব্যবহার করছেন।

রোববার (২০ আগস্ট) সরেজমিনে এ চিত্র দেখা গেছে। কবে আবার কাজ শুরু হবে তাও নিশ্চিত নয়।

জানা যায়, ২০১৮ সালে সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড় এলাকায় এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০২০ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার সেতুর পাইলিংয়ের কাজ করে আংশিক বিল তুলে কাজ বন্ধ করে দেয়।

পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৩ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৯৯৬ বরাদ্দ দেওয়া হয়। সেতুর কাজ ২০১৮ সালের জুন মাসে শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এত বছরে কেবল সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই দুর্ভোগে পড়েছেন ইছামতী নদীর দুই পাড়ের মানুষ।

যাতায়াতসহ অন্যান্য কাজে, বিশেষ করে বর্ষাকালে চরম ভোগান্তি পোহাতে হয়। অসুস্থ, গর্ভবতী ও স্কুলপড়ুয়াদের অনেক দূর ঘুরে যাতায়াত করতে হয়। উপজেলার অধিকাংশ বাসিন্দা কৃষিনির্ভর হওয়ায় কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করতে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা ঘুরে বাজারে যেতে হয়। এতে পরিবহন ব্যয়ও বাড়ছে।

সাঁকোপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমরা চাই, সেতুর কাজ তাড়াতাড়ি হোক। কয়েকদিন আগে সাঁকো থেকে এক মহিলা পড়ে আহত হয়েছেন। বাধ্য হয়ে ছয় থেকে সাত কিলোমিটার দূর ঘুরে যাতায়াত করতে হচ্ছে।’

বড়বাড়ি এলাকার ৮০ বছর বয়সী আফতাবউদ্দিন বলেন, ‘এ দুঃখ থুবার জায়গা নাই-বা। মন কান্দেছে-বা হামার কি হক নাই-বা। এই কাঠের ব্রিজ থেকে এক বয়স্ক মানুষ পড়ে গিয়া পাও ভাঙ্গি ফেলাইছে। গরিব মানুষ আমরা বন্যার সময় যে কী কষ্ট-বা। এই দুঃখ কষ্ট থুবার জায়গা নাই।’

দুবুলিয়া এলাকার বাসিন্দা নবিউল ইসলাম বলেন, ‘বর্ষাকালে দুপারের লোকের সমস্যার শেষ নাই। এ পাড়ের লোকে ওপাড়ে জমি, ওপাড়ের লোকের এপাড়ে জমি থাকায় গরু-ছাগল নিয়েও ভোগান্তির শেষ নেই।’

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘প্রতিবছর সাঁকো তৈরি করে দিতে হয়। এবার কাঠের সাঁকো তৈরি করে দিয়েছি। গত বছরে বাঁশের সাঁকো থাকার কারণে প্রতিবছরে চার-পাঁচবার মেরামত করতে হয়। এ সেতু দিয়ে এলাকায় ৫০ হাজার মানুষের যাতায়াত। সেতুটি নির্মাণ না হলে প্রতিবছর ভোগান্তি পোহাতে হবে বাসিন্দাদের।’

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার এহেতেশামুল হকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী এফ এম খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘সেতুর অবশিষ্ট কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছি। আশা করি দ্রুত কাজ শুরু করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১০

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১১

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১২

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৩

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৪

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৬

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৮

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৯

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

২০
X