কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকের ‘আত্মহত্যা’, গাজীপুরে বিক্ষোভ

গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এক পোশাক কারখানায় এক নারী শ্রমিকের আত্মহত্যার জেরে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে তারা কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৩ মার্চ) সকালে শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয় হলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এফএম জহিরুল ইসলাম।

মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে। তিনি প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডে সুইং অপারেটর ছিলেন।

আন্দোলনরত শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিক লাবনী অসুস্থজনিত কারণে কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর না করায় ক্ষুব্ধ হয়ে ৭ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পরে ওই নারীর মরদেহ গুমের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে কারখানায় কর্মবিরতি করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

একপর্যায়ে তারা কারখানার জানালার কাঁচ ভাঙচুর করে ও কারখানার সামনে থাকা একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে প্রায় দেড় ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতির কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস, নাওজোড়র ও ইটাহাটা এলাকার অন্তত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল- ২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, গতকাল এক নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বলা হয়েছিল স্বামীর সঙ্গে ঝামেলা এ কারণে আত্মহত্যা করেছে। আজ সকালে এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে। কারখানার কাঁচ ও গাড়ি ভাঙচুর করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১০

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১১

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

১২

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

১৩

বাড়ির মালিক যখন ভাড়াটে হয়ে যায়

১৪

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৫

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

১৬

চুল পড়া কমাতে নিয়মিত খাবেন যে ৫ খাবার

১৭

বিশ্বকাপ বয়কটের ডাক ফিফার সাবেক সভাপতির

১৮

ফ্রিজে রাখা ভাত বারবার গরম করে খেলে কী হয়? যা বলছেন চিকিৎসকরা

১৯

ইতালিতে সন্ত্রাসবাদ মামলায় দণ্ডিত বাংলাদেশি যুবককে স্থায়ী বহিষ্কার 

২০
X