কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকের ‘আত্মহত্যা’, গাজীপুরে বিক্ষোভ

গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এক পোশাক কারখানায় এক নারী শ্রমিকের আত্মহত্যার জেরে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে তারা কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৩ মার্চ) সকালে শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয় হলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এফএম জহিরুল ইসলাম।

মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে। তিনি প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডে সুইং অপারেটর ছিলেন।

আন্দোলনরত শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিক লাবনী অসুস্থজনিত কারণে কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর না করায় ক্ষুব্ধ হয়ে ৭ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পরে ওই নারীর মরদেহ গুমের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে কারখানায় কর্মবিরতি করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

একপর্যায়ে তারা কারখানার জানালার কাঁচ ভাঙচুর করে ও কারখানার সামনে থাকা একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে প্রায় দেড় ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতির কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস, নাওজোড়র ও ইটাহাটা এলাকার অন্তত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল- ২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, গতকাল এক নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বলা হয়েছিল স্বামীর সঙ্গে ঝামেলা এ কারণে আত্মহত্যা করেছে। আজ সকালে এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে। কারখানার কাঁচ ও গাড়ি ভাঙচুর করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X