পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৩:২৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ

ভুক্তভোগী পল্লী চিকিৎসক মো. ইলিয়াস। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ভুক্তভোগী পল্লী চিকিৎসক মো. ইলিয়াস। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের বিরুদ্ধে এক পল্লী চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৪টায় উপজেলার বারবাকিয়া বাজার এলাকায় পল্লী চিকিৎসক মো. ইলিয়াসের মালিকানাধীন ফার্মেসিতে এ মারধরের ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী পল্লী চিকিৎসক মো. ইলিয়াসের কান্নাকাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযুক্ত ফরহাদ হোসেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।

ভিডিওতে মো. ইলিয়াস বলেন, বারবাকিয়া বাজার ইজারার টেন্ডার জমা দেন তিনি। সর্বোচ্চ দরদাতা হওয়ায় তিনি বাজার ইজারাদার মনোনিত হওয়ার ক্ষোভে তাকে মারধর করেন ছাত্রদলের ওই নেতা।

মো. ইলিয়াস জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১ মার্চ বিকেল ৩টায় পেকুয়া উপজেলা হাট বাজার ইজারা দরপত্র খোলার দিন ছিল। নির্ধারিত সময়ে দরপত্র খোলা হলে বারবাকিয়া বাজারের সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মনোনিত হলে আগামী ১ বছরের জন্য ইজারা প্রাপ্ত হন। এতে ছাত্রদলের ওই নেতা ইজারা ভাগিয়ে নিতে না পারায় ক্ষিপ্ত হয়ে বারবাকিয়া বাজারে এসে দলবল নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন বলেন, ইলিয়াস নামে একজনকে মারধরের অভিযোগের ভিডিও ফেসবুকে দেখেছি। এ বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার সঙ্গে কারো কোনো ঘটনা ঘটেনি। আমার ধারণা আমার প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে তাকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ইউনুস বলেন, প্রকৃত ঘটনা হলো ইলিয়াস হাট বাজার ইজারা নিতে পার্টনার রাখার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে বারবাকিয়া বাজার ইজারাপ্রাপ্ত হলে ওই সব লোকজনদের পার্টনার রাখতে অস্বীকার করায় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এতে ছাত্রদলের কেউ জড়িত নেই।

তিনি আরও বলেন, ইলিয়াস টইটং বাজার ইজারা নিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে টাকা নিয়ে বাজার ইজারার পার্টনার রাখার কথা বলে। মূলত টইটং বাজার ইজারা না পাওয়ায় তার পার্টনাররাই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এতে বিএনপি বা ছাত্রদলের কেউ জড়িত না।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ইলিয়াস নামে এক পল্লী চিকিৎসক পেকুয়া থানায় এসে মারধরের মৌখিক অভিযোগ করেন। পুলিশ থাকে হাসপাতালে নিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়ির ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ-তিশা

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে যুক্তরাজ্য

রাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নেতৃত্বে নজরুল-মিজানুর

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

৩ মাস ধরে ওষুধ সংকট, রোগীরা ফিরছেন খালি হাতে

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

যুবলীগের ৩ নেতা আটক

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

বিইউবিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

১০

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

বিসিবি নির্বাচন / বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন যারা

১২

পরিবেশের অবনতি হচ্ছে ইউরোপে, ইইএর সতর্কবার্তা

১৩

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১৪

খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল 

১৫

চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি যা দিচ্ছে তার ৮ গুণ অর্থ পুরস্কার পাচ্ছে ভারত!

১৬

জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবদলের নেতাকর্মীরা

১৮

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

১৯

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

২০
X