সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা ট্যানারি শ্রমিকদের

সাভারে আন্দোলনে ট্যানারি শ্রমিকরা। ছবি : কালবেলা
সাভারে আন্দোলনে ট্যানারি শ্রমিকরা। ছবি : কালবেলা

দীর্ঘ চার মাসেও সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন না হওয়ায় ঈদের পর কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন।

রোববার (২৩ মার্চ) সাভারের হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্প নগরীতে অবস্থিত ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন।

চামড়া শ্রমিকরা বলেন, গত বছরের ২৪ নভেম্বর চামড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। কিন্তু এত দিনেও তা কার্যকর হয়নি। অন্যান্য খাতে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হলেও ট্যানারির মালিকরা তা করেননি। নানা বাহানায় মালিকপক্ষ শুধু সময় ক্ষেপণ করছেন। তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সমাবেশে চামড়া শিল্প নগরীর শতাধিক কারখানার কয়েক শ শ্রমিক অংশ নেন। এ সময় বক্তব্য দেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্য শ্রমিক নেতারা।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সরকার মালিক ও শ্রমিকপক্ষের ঐকমত্যের ভিত্তিতে গত বছরের ২১ নভেম্বর সরকার রাষ্ট্রপতির স্বাক্ষরে ট্যানারি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করে। আইন অনুযায়ী ২১ নভেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা থাকলেও অত্যন্ত দুঃখজনকভাবে আলোর মুখ দেখেনি আজও। যেহেতু ঐকমত্যের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে, এখন এটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আর আলোচনার সুযোগ নেই।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন শ্রমিকদের সব ন্যায্য দাবি বাস্তবায়নের পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দেখেছি কিছু মালিক রয়েছেন, যারা শ্রমিকদের ন্যূনতম মজুরির বাস্তবায়ন চান না। তারা বিপথগামী। তারা এই শিল্পের উন্নয়ন চান না। তারা ভুল পথে গিয়ে কারও প্ররোচনায় এ শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে এর দায় তাদেরই নিতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, বিভিন্ন অজুহাতে কারখানা বন্ধ করে দিতে চাচ্ছেন। তারা শ্রমিক অসন্তোষের দোষ দিয়ে কারখানা বন্ধ করে দেউলিয়া হওয়ার পাঁয়তারা করছেন। এমন খবরও পাওয়া যাচ্ছে। এ সুযোগ আমরা তাদের দেব না। মজুরি আন্তরিক কারখানাগুলোকে ঈদের আগে ন্যূনতম মজুরি বাস্তবায়নের সুযোগ দেওয়ার লক্ষে দাবি আদায় না হলে ঈদের পর শ্রমিকদের নিয়ে বসে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১০

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১১

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১২

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৩

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৪

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৫

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৬

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

১৭

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

১৮

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৯

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

২০
X