বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
অলোক রায়, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৬:১৮ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৬:২০ এএম
অনলাইন সংস্করণ

ঈদ ও বৈশাখ উপলক্ষে ব্যস্ত মানিকগঞ্জের তাঁতিরা

তাঁতের কাপড় বুনছেন কারিগর। ছবি : কালবেলা
তাঁতের কাপড় বুনছেন কারিগর। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সাটুরিয়ায় শতবছরের ঐতিহ্যবাহী ঘুণে ধরা তাঁতপল্লিতে ব্যস্ততা বেড়েছে। কারিগর আর মালিকরা উৎসবমুখর ব্যস্ততায় দিন পার করছেন। ঈদ এলেই তাদের মনে বইতে থাকে আনন্দের ঢেউ। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের উৎসব ঘিরে তাদের এ ব্যস্ততা।

তাঁত মালিকরা যেমন বাহারি ডিজাইনের শাড়ি অর্ডার পাচ্ছে, তেমনি শ্রমিক বা কারিগররাও সেগুলো রাতদিন তাঁত বুনে আয় করছেন মোটা অঙ্কের টাকা। পরিবারের চাহিদা মেটানোর স্বপ্ন যেন শুধু এক মাসেই বুনে থাকেন তারা। তাঁত ব্যবসায়ীরা আগের ক্ষতি পুষিয়ে নিতে এবার ঈদ ও পহেলা বৈশাখের পাইকারি ও খুচরা বাজার ধরতে চান। তাই উপজেলার বিভিন্ন তাঁত কারখানায় এখন সরগরম।

সরেজমিন উপজেলার চাচিতারা, জালশুকা, নতুন ভোয়া, হামজা, সাভার, আগ সাভার এলাকায় দেখা যায়, খুটখাট আওয়াজে মুখরিত তাঁতপল্লি। কেউ হাতে বুনিয়ে কেউ বা মেশিনে বিদ্যুৎচালিত তাঁতে বুনছে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নানা রকম ডিজাইনের শাড়ি। মৌসুম ছাড়া শাড়ি কাপড় না চলায় অনেকেই ঈদকে সামনে রেখে অগ্রিম বাহারি ডিজাইনের কাপড় তৈরি করে রেখেছে। ঈদ বা বিভিন্ন উৎসবে ভালো দামে বিক্রি করতে পারবে এই আশায়।

বরাইদ ইউনিয়নের সাভার গ্রামের তাঁত মালিক রজ্জব আলী বলেন, অন্য কোনো কাজ না থাকায় বাপ-দাদার এ পেশায় নিয়োজিত আছি। কয়েক বছর এ ব্যবসায় লোকসানের মধ্যে ছিলাম। সামনে ঈদ উপলক্ষে তৈরি করা শাড়ি এবং নানা রকম অর্ডারের শাড়ি বিক্রি করে লাভে মুখ দেখব। তবে ঈদ, বিভিন্ন উৎসব ছাড়া আমাদের কষ্ট দেখার কেউ থাকে না।

দিঘলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামের তাঁত মালিক পলান বেপারি বলেন, আগের মতো এখন তেমন কাপড় চলে না। তবে ঈদ এলে অর্ডার পাই। সুতা ও রঙের দাম বেশি, অন্যদিকে শাড়ি বানানোর কারিগরের মজুরিও বেশি। কোনো রকম এ পেশা টিকে আছে মৌসুমি ব্যবসায় আশায়।

কাউয়াখেলা গ্রামের তাঁত শ্রমিক ৫৫ বছর বয়সী কাশেম বলেন, তার দুই ছেলে, এক মেয়েসহ পাঁচ সদস্যের সংসার। প্রতিদিন বাড়ি থেকে আসেন কাপড় তৈরি করতে। সংসারে ছেলেমেয়েদের খরচ জোগাতে হিমশিম খেলেও কোনো রকম চলছে যান্ত্রিক জীবনের মতো। ঈদ এবং বিভিন্ন মৌসুমের এক মাস আগে থেকেই ব্যস্ততা বাড়ে আর মজুরি যা পাই তাই দিয়ে ছেলেমেয়ের পড়াশোনার খরচসহ সংসার চলে।

এ বিষয়ে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আব্দুল হাই কালবেলাকে বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তাঁত সম্প্রদায় বরাইদ ইউনিয়নে। অতীতে প্রায় এক হাজার তাঁতি ছিলেন। এখন শতাধিক তাঁতি এ পেশায় নিয়োজিত আছেন। তাদের বানানো শাড়ি কাপড় টাঙ্গাইল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা হতো। বর্তমানে রঙের দাম, সুতার দাম চড়া হওয়ায় বেশিরভাগ তাঁতি বেকার হয়ে পড়েছেন। তাঁত শিল্প ধ্বংসের দিকে। তাঁতিদের আগের মতো জমজমাট ব্যবসা পরিচালনার জন্য সরকারকে কাঁচামালের দাম কমিয়ে তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন কালবেলাকে বলেন, সাটুরিয়ার তাঁত শিল্প একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাটুরিয়ার উৎপাদিত তাঁতের কাপড় দেশের নামিদামি ব্যান্ডের শোরুমে চলে যায়। বর্তমানে তাদের ব্যস্ততা বেড়েছে। সারা বছর যাতে তাঁতের কারিগরদের কাজ থাকে, সেটা নিয়ে কাজ করার পরিকল্পনা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

১০

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

১১

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

১২

যে পথে সংসদ ভবনে যাবে খালেদা জিয়ার লাশবাহী কনভয়

১৩

খালেদা জিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন : সমমনা জোট

১৪

বুধবার সাধারণ ছুটি যারা পাবেন না

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে কোরআন খতম ও দোয়া

১৬

বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজারসহ গ্রেপ্তার ২০

১৭

যশোরে মনোনয়ন জমা দিতে পারেননি পাঁচ দলের ৬ প্রার্থী

১৮

বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুনের ‘একের পর এক’ ফেসবুক পোস্ট

১৯

খালেদা জিয়ার হাতে লাগানো নিমগাছটি এখন কেবলই স্মৃতি

২০
X