অলোক রায়, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৬:১৮ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৬:২০ এএম
অনলাইন সংস্করণ

ঈদ ও বৈশাখ উপলক্ষে ব্যস্ত মানিকগঞ্জের তাঁতিরা

তাঁতের কাপড় বুনছেন কারিগর। ছবি : কালবেলা
তাঁতের কাপড় বুনছেন কারিগর। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সাটুরিয়ায় শতবছরের ঐতিহ্যবাহী ঘুণে ধরা তাঁতপল্লিতে ব্যস্ততা বেড়েছে। কারিগর আর মালিকরা উৎসবমুখর ব্যস্ততায় দিন পার করছেন। ঈদ এলেই তাদের মনে বইতে থাকে আনন্দের ঢেউ। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের উৎসব ঘিরে তাদের এ ব্যস্ততা।

তাঁত মালিকরা যেমন বাহারি ডিজাইনের শাড়ি অর্ডার পাচ্ছে, তেমনি শ্রমিক বা কারিগররাও সেগুলো রাতদিন তাঁত বুনে আয় করছেন মোটা অঙ্কের টাকা। পরিবারের চাহিদা মেটানোর স্বপ্ন যেন শুধু এক মাসেই বুনে থাকেন তারা। তাঁত ব্যবসায়ীরা আগের ক্ষতি পুষিয়ে নিতে এবার ঈদ ও পহেলা বৈশাখের পাইকারি ও খুচরা বাজার ধরতে চান। তাই উপজেলার বিভিন্ন তাঁত কারখানায় এখন সরগরম।

সরেজমিন উপজেলার চাচিতারা, জালশুকা, নতুন ভোয়া, হামজা, সাভার, আগ সাভার এলাকায় দেখা যায়, খুটখাট আওয়াজে মুখরিত তাঁতপল্লি। কেউ হাতে বুনিয়ে কেউ বা মেশিনে বিদ্যুৎচালিত তাঁতে বুনছে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নানা রকম ডিজাইনের শাড়ি। মৌসুম ছাড়া শাড়ি কাপড় না চলায় অনেকেই ঈদকে সামনে রেখে অগ্রিম বাহারি ডিজাইনের কাপড় তৈরি করে রেখেছে। ঈদ বা বিভিন্ন উৎসবে ভালো দামে বিক্রি করতে পারবে এই আশায়।

বরাইদ ইউনিয়নের সাভার গ্রামের তাঁত মালিক রজ্জব আলী বলেন, অন্য কোনো কাজ না থাকায় বাপ-দাদার এ পেশায় নিয়োজিত আছি। কয়েক বছর এ ব্যবসায় লোকসানের মধ্যে ছিলাম। সামনে ঈদ উপলক্ষে তৈরি করা শাড়ি এবং নানা রকম অর্ডারের শাড়ি বিক্রি করে লাভে মুখ দেখব। তবে ঈদ, বিভিন্ন উৎসব ছাড়া আমাদের কষ্ট দেখার কেউ থাকে না।

দিঘলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামের তাঁত মালিক পলান বেপারি বলেন, আগের মতো এখন তেমন কাপড় চলে না। তবে ঈদ এলে অর্ডার পাই। সুতা ও রঙের দাম বেশি, অন্যদিকে শাড়ি বানানোর কারিগরের মজুরিও বেশি। কোনো রকম এ পেশা টিকে আছে মৌসুমি ব্যবসায় আশায়।

কাউয়াখেলা গ্রামের তাঁত শ্রমিক ৫৫ বছর বয়সী কাশেম বলেন, তার দুই ছেলে, এক মেয়েসহ পাঁচ সদস্যের সংসার। প্রতিদিন বাড়ি থেকে আসেন কাপড় তৈরি করতে। সংসারে ছেলেমেয়েদের খরচ জোগাতে হিমশিম খেলেও কোনো রকম চলছে যান্ত্রিক জীবনের মতো। ঈদ এবং বিভিন্ন মৌসুমের এক মাস আগে থেকেই ব্যস্ততা বাড়ে আর মজুরি যা পাই তাই দিয়ে ছেলেমেয়ের পড়াশোনার খরচসহ সংসার চলে।

এ বিষয়ে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আব্দুল হাই কালবেলাকে বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তাঁত সম্প্রদায় বরাইদ ইউনিয়নে। অতীতে প্রায় এক হাজার তাঁতি ছিলেন। এখন শতাধিক তাঁতি এ পেশায় নিয়োজিত আছেন। তাদের বানানো শাড়ি কাপড় টাঙ্গাইল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা হতো। বর্তমানে রঙের দাম, সুতার দাম চড়া হওয়ায় বেশিরভাগ তাঁতি বেকার হয়ে পড়েছেন। তাঁত শিল্প ধ্বংসের দিকে। তাঁতিদের আগের মতো জমজমাট ব্যবসা পরিচালনার জন্য সরকারকে কাঁচামালের দাম কমিয়ে তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন কালবেলাকে বলেন, সাটুরিয়ার তাঁত শিল্প একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাটুরিয়ার উৎপাদিত তাঁতের কাপড় দেশের নামিদামি ব্যান্ডের শোরুমে চলে যায়। বর্তমানে তাদের ব্যস্ততা বেড়েছে। সারা বছর যাতে তাঁতের কারিগরদের কাজ থাকে, সেটা নিয়ে কাজ করার পরিকল্পনা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, মিছিলের চেষ্টাকালে আটক ২

ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সাইফুল মজিদের মৃত্যুতে শোক

গোপনে ‘বেলি ড্যান্স’ শিখছেন সৌদি নারীরা

দিল্লির ভয়াবহ বিস্ফোরণ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর স্ট্যাটাস

বিশ্বকাপের প্রথম টিকিট দান করে দিবেন মেক্সিকো প্রেসিডেন্ট

টিকটকে ভিউ বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০ হ্যাশট্যাগ 

শিবিরের দুই দিনের কর্মসূচি ঘোষণা

শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার

তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার জানা যাবে : আসিফ নজরুল

১০

প্রাইভেটকার নিয়ে অটো চুরি করেন তারা

১১

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ

১২

‘জনগণই পারে নির্বাচনের মাধ্যমে দুই দলের অহংকার চূর্ণ করে দিতে’

১৩

শীতকালে কত দিন পর পর শ্যাম্পু করা উচিত? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

১৪

বরগুনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১৫

‘শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের অধিকার সুরক্ষা ও সেবার মনোন্নয়ন’ শীর্ষক সেমিনার

১৬

বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা কারাগারে

১৭

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন

১৮

শামিকে দলে না নেওয়ায় নির্বাচকদের ওপর ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলি

১৯

দিল্লির ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X