ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে নারীকে পিটিয়ে হত্যা

হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দা শিরিন আক্তার (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের ৮ ঘণ্টার মধ্যে জড়িত প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম শিকদার (২০) ও তার বাবা কামরুল শিকদার (৪০)। তারা ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার বাসিন্দা।

জানা যায়, এর আগে ২৮ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় সৈয়দা শিরিন আক্তার নামে নারীর ওপর হামলার ঘটনা ঘটে। গত ১ এপ্রিল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, ২৮ মার্চ দুপুর ২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সেলিম শিকদার ও কামরুল শিকদার ধারালো ছ্যানদা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার ছেলে সিয়াম হোসেনের (২০) ওপর হামলা করে। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরে জখম করে। সিয়ামের চিৎকারে তার মা শিরিন এগিয়ে এসে তাকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরে জখম করা হয়। এ সময় সেলিম শিকদার তার হাতের লাঠি দিয়ে শিরিনের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।

একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহত শিরিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন ১ এপ্রিল বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেন।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় শিরিন আক্তার নামে নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X