জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদগাহের জমি নিয়ে সংঘর্ষে গ্রেপ্তার, থানা ঘেরাও

গ্রেপ্তার ইস্যুতে জীবননগর থানা ঘেরাও করে এলাকাবসি। ছবি : কালবেলা
গ্রেপ্তার ইস্যুতে জীবননগর থানা ঘেরাও করে এলাকাবসি। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে ঈদগাহের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এরপর গ্রেপ্তার ইস্যুতে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় দুই মামলায় দুপক্ষের চারজনকে গ্রেপ্তার করে রোববার (৬ এপ্রিল) আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহ মাঠের জমি নিয়ে সম্প্রতি দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এই ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জাফিরুল ইসলাম নামে এক ব্যক্তি তিনজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেন। অন্যদিকে প্রতিপক্ষ শাহজান আলীর পক্ষ থেকেও আদালতে একটি মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে থানায় রেকর্ড করার নির্দেশ দেন, যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ স্বপন হোসেন ও নাসির নামে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিন্তু একই সময়ে প্রতিপক্ষের কাউকে গ্রেপ্তার না করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ঈদগাহ কমিটির পক্ষে শতাধিক নারী-পুরুষ থানা চত্বরে জড়ো হয়ে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেন। তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া দুজন নিরপরাধ। তাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।

থানা থেকে পুলিশ জানায়, আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানার কোনো স্বাধীনতা নেই।

উত্তেজনার মধ্যে রাত ১০টার দিকে পুলিশ নজরুল ইসলাম ডাকু ও রকিবুল ইসলাম নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। এর ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং রাত সাড়ে ১১টার দিকে গ্রামবাসী থানা প্রাঙ্গণ ছেড়ে ফিরে যায়।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান কালবেলাকে জানান, উভয় পক্ষের মামলায় দুপক্ষের দুজন করে মোট চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

১০

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

১১

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

১২

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

১৩

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

১৫

তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম

১৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১৭

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

১৮

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

১৯

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

২০
X