শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নালিতাবাড়ীর সাবেক ইউএনও মাসুদ রানা, বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি ও এসিল্যান্ড আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
নালিতাবাড়ীর সাবেক ইউএনও মাসুদ রানা, বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি ও এসিল্যান্ড আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীর বর্তমান ও সাবেক দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে মামলাটি করেন শ্রীবরদী উপজেলার ব্যবসায়ী গোলাপ হোসেন। মামলাটি আমলে নিয়ে পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুনে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কিনে নেন গোলাপ হোসেন। নিলামে বিক্রয় করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন ইউএনও মাসুদ রানা। পরে মাসুদ রানা বদলি হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলে যান। বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার ওই টাকা দাবি করেন। না হলে তারা বালু বুঝিয়ে দেবেন না।

শেরপুর জজ কোর্টের আইনজীবী জাহিদুল হক আধার বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বালু ক্রয় করা হয়েছে। নয় মাস অতিবাহিত হলেও ইউএনও বালু বুঝিয়ে দিচ্ছে না। সাবেক ইউএনও এই বালু হস্তান্তরের জন্য ৬ লাখ টাকা চেয়েছেন। তিনি চলে গেলে বর্তমান ইউএনও এবং এসিল্যান্ড একই দাবি করেছেন। এ নিয়ে মামলা দায়েরের পর আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ হয়নি।

এ বিষয়ে সাবেক ইউএনও মাসুদ রানার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি দুটি চিঠি এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। তার চিঠিতে বালু বুঝিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে।

আর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি কালবেলাকে বলেন, বিষয়টা আমার সময়কার নয়, ওই সময় ইজারাদারকে সাত দিনের মধ্যে বালু নিজ উদ্যোগে অপসারণ করে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি নেননি। এছাড়া চাঁদাবাজির বিষয়ে আমি অবগত নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে

পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ১০ ভূমিকম্প

ওটিটিতে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, মনোজ বাজপেয়ীর দুর্দান্ত প্রত্যাবর্তন

যুক্তরাজ্যে ভয়াবহ বিপর্যয়, শত শত স্কুল বন্ধ

প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার দোয়া ও আমল

স্মার্টফোনে ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম চালু করবেন যেভাবে

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয় 

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

১০

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সিকান্দার রাজা

১১

দীর্ঘ বিরতির পর ফিরছেন মোনালি ঠাকুর

১২

মিস ইউনিভার্সের নাম ঘোষণা 

১৩

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৪

সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না, জানা যাবে যখন

১৫

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

১৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৭

নদীর ২০ কিলোমিটারজুড়ে ৬ শতাধিক অবৈধ ফাঁদ

১৮

তারেক রহমানের জন্মদিনে ভিক্টোরিয়া পার্কে ছাত্রদলের ‘সাপ্তাহিক স্কুল’

১৯

তারেক রহমানের জন্মদিনে সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া

২০
X