শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নালিতাবাড়ীর সাবেক ইউএনও মাসুদ রানা, বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি ও এসিল্যান্ড আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
নালিতাবাড়ীর সাবেক ইউএনও মাসুদ রানা, বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি ও এসিল্যান্ড আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীর বর্তমান ও সাবেক দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে মামলাটি করেন শ্রীবরদী উপজেলার ব্যবসায়ী গোলাপ হোসেন। মামলাটি আমলে নিয়ে পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুনে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কিনে নেন গোলাপ হোসেন। নিলামে বিক্রয় করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন ইউএনও মাসুদ রানা। পরে মাসুদ রানা বদলি হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলে যান। বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার ওই টাকা দাবি করেন। না হলে তারা বালু বুঝিয়ে দেবেন না।

শেরপুর জজ কোর্টের আইনজীবী জাহিদুল হক আধার বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বালু ক্রয় করা হয়েছে। নয় মাস অতিবাহিত হলেও ইউএনও বালু বুঝিয়ে দিচ্ছে না। সাবেক ইউএনও এই বালু হস্তান্তরের জন্য ৬ লাখ টাকা চেয়েছেন। তিনি চলে গেলে বর্তমান ইউএনও এবং এসিল্যান্ড একই দাবি করেছেন। এ নিয়ে মামলা দায়েরের পর আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ হয়নি।

এ বিষয়ে সাবেক ইউএনও মাসুদ রানার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি দুটি চিঠি এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। তার চিঠিতে বালু বুঝিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে।

আর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি কালবেলাকে বলেন, বিষয়টা আমার সময়কার নয়, ওই সময় ইজারাদারকে সাত দিনের মধ্যে বালু নিজ উদ্যোগে অপসারণ করে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি নেননি। এছাড়া চাঁদাবাজির বিষয়ে আমি অবগত নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

১০

‎প্রেম করে বিয়ে, বউকে ঘরে তোলা হলো না খালেকের

১১

অর্থহীনের নতুন গান ‘উন্মাদ’

১২

মিউনিখ বিমানবন্দরে রহস্যজনক ড্রোন, আতঙ্কে ফ্লাইট বাতিল

১৩

গর্ভাবস্থায় কী খাবেন, কী খাবেন না? যা বলছেন পুষ্টিবিদ

১৪

শাপলা প্রতীক বরাদ্দ প্রশ্নে এনসিপির ব্যাখ্যা

১৫

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

১৬

হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের বিস্ফোরক পোস্ট 

১৭

গাজামুখী সুমুদ ফ্লোটিলা আটক, জমিয়তের তীব্র নিন্দা

১৮

রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

১৯

গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

২০
X