বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০:১৯ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, গ্রেপ্তার ১

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীতে আলীমুল ইসলাম নামের এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শামসুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) নিহতের ভাই খাইরুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে রোববার (৬ এপ্রিল) রাতে মুদাফা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

নিহত আলীমুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ময়নাগুটি গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর আদি মুদাফা এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয় মজুমদার গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রেপ্তার শামসুদ্দিন মুদাফা সৈয়দ আলী স্কুল অ্যান্ড কলেজ এলাকার বাসিন্দা এবং মৃত রমিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য আলীমুল, শামসুদ্দিনসহ কয়েকজন উত্তরা প্রবর্তন সিটি এলাকায় যান। সেখানেই কোনো একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আলীমুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারানা বিনতে আনোয়ার বলেন, রাত ৮টার কিছু পর তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হই, তিনি আগেই মারা গেছেন। তার বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তরা প্রবর্তন সিটি এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চললেও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এসব নিয়ন্ত্রণে আসছে না। এ এলাকায় সন্ধ্যার পর চলাফেরা করাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝে মাঝেই ছিনতাই, চুরি হয়, কিন্তু কেউ ব্যবস্থা নেয় না।

সেখানকার বাসিন্দা সুলতানা আক্তার বলেন, প্রবর্তন সিটি আবাসিক এলাকায় বহিরাগতদের যাতায়াতের কারণে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। বহিরাগতরা সহজেই ভেতরে ঢুকে পড়ে। পুলিশি টহল বাড়ানো এবং নিরাপত্তা প্রহরীদের তদারকি না করলে এমন ঘটনা আরও ঘটবে।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে। এ মামলায় শামসুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১০

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১১

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১২

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৩

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৪

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৫

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৬

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৭

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৮

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৯

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

২০
X