পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ
পরিবারকে খুঁজছে পুলিশ

চুরির শিকার শিশুটি সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায়

চুরির শিকার শিশুটি সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায়। ছবি : কালবেলা
চুরির শিকার শিশুটি সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায়। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় চুরি হওয়া ২ মাস বয়সী এক কন্যা শিশুসহ এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শিশুটিকে উপজেলা সমাজসেবা দপ্তরের অধীনস্থ শিশু কল্যাণ বোর্ডে হস্তান্তর করে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় ওই শিশুকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের কাছে হস্তান্তর করেন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম আবু দারদা।

শিশুসহ আটক ওই নারীর নাম হালিমা আক্তার (২০)। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও ইউএনও এসএম আবু দারদা বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম-নীতি অনুসরণ করে বিভিন্ন শর্তসাপেক্ষে শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায় রাখা হয়েছে। শিশুটির প্রকৃত অভিভাবকের খোঁজ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, জেলা সিভিল সার্জনের ড্রাইভারের নাম মো. হাফেজ আলী। তিনি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের জয়নাল আবেদিন সরদারের ছেলে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে বলেন, ইতোমধ্যে শিশুটির পরিবারকে খুঁজে পেতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। শিশুটির প্রকৃত বাবা-মাকে খুঁজে পেলে তথ্য-প্রমাণ সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে পাংশা পৌরশহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে দেখা যায় শিশুটিকে নিয়ে ঘোরাঘুরি করছেন একজন নারী। এ সময় সন্দেহ হলে শিশুসহ ওই নারীকে পুলিশে দেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার একটি বস্তি থেকে তার স্বামী শিশুটি নিয়ে তার কাছে দিয়েছেন। শিশুটিকে নিয়ে ওই নারী তার নিজ এলাকা পাংশায় চলে আসেন। ধারণা করা হচ্ছে, শিশুটিকে চুরি করে আনা হয়েছে। আটক ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

স্বীকৃতি-আশ্রয় ও যৌথভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জামুকা

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

১০

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

১১

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১৩

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১৪

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৫

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

১৬

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৭

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

১৮

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১৯

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

২০
X