কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সাফারি পার্কে জরুরি সংস্কার হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাজীপুরের সাফারি পার্কে জনবল সংকট ও বেষ্টনী নিরাপত্তা অবহেলার বিষয়ে গুরুত্ব দিয়ে পার্ক সংস্কারের জরুরি উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাফারি পার্কে সাধারণ প্রাণী নিরাপদ কিন্তু দুর্লভ প্রাণী চলে যাওয়ার ঘটনায় প্রশ্ন রেখে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানে অনেক ধরনের পশুপাখি রয়েছে, যাদের কিছু সাধারণ, কিছু দুর্লভ। সাধারণ প্রাণিগুলো নিরাপদ কিন্তু দুর্লভ প্রাণী চলে যাচ্ছে। এটা একটা বিরাট প্রশ্ন। দুর্লভ প্রাণী তারাই নেবেন যারা বিষয়টি জানেন এবং বোঝেন। তার মানে এখানে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে কিনা তা আমাদের খতিয়ে দেখতে হবে এবং তা ভেঙে দিতে হবে।

তিনি বলেন, এভাবে দুর্লভ প্রাণীগুলো কীভাবে চুরি হলো এটি খুঁজে বের করতে হবে। আমি মনে করি এখানে যারা দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে আছেন, ঘটনার আগে ও পরে তাদের ভূমিকা দেখতে হবে। একই ঘটনা যখন ঘটছে, তখন কেন এসব স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, সিসি ক্যামেরা কেন কাজ করেনি? এসব বিষয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, আপনি যখন ঘটনার ১৪ দিন পর মামলা করবেন তখন তো আর এসব হারিয়ে যাওয়া প্রাণী ফিরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। এছাড়াও আজ একটি বিষয় প্রমাণিত একটি সংঘবদ্ধ চক্র আছে যারা বাংলাদেশকে বন্যপ্রাণী পাচারের রোড হিসেবে ব্যবহার করেন।

বন উপদেষ্টা বলেন, সাফারি পার্ক আর চিড়িয়াখানা এক নয়, সাফারি পার্কে দর্শনার্থীরা প্রাণীকে দেখবে প্রাণীকে ভালোবাসবে, আর প্রাণীগুলো যতটুকু সম্ভব প্রাকৃতিক পরিবেশে রাখা হয়। তবে এ পার্কে হাতিশালা, জাগুয়ার বেষ্টনী ও লেমুর বেষ্টনীগুলোতে সে উপযুক্ত পরিবেশ রাখা হয়নি বলে পরিদর্শন করে জানান তিনি।

তিনি বলেন, কেন বারবার এমন ঘটনা ঘটছে, বিলুপ্ত যেসব বন্যপ্রাণী এখানে এনে আমরা রাখছি সেসব হারিয়ে যাচ্ছে, এটি খুঁজে বের করতে হবে। একই জায়গা থেকে যখন টিয়া পাখি, ময়না পাখি হারায় না, লেমুর হারিয়ে যায় তখন আপনাকে বুঝতে হবে এখানে একটি সমস্যা আছে। সে সমস্যাটি চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, সাফারি পার্কের পুরোটাই সুরক্ষিত করতে হবে। এখানে সিসিটিভি রাখতে হবে। তবে বাংলাদেশের বাস্তবতায় দেখা গেছে, যেদিন অপরাধ ঘটে সেদিন সিসিটিভি ক্যামেরা কাজ করে না। এজন্য মনিটরিংটা নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা বলেন, বনবিভাগের লোকবল নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। এক দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া চূড়ান্ত হবে। নিয়োগের সাথে আমাদের নিয়তটা ঠিক থাকতে হবে। সাফারি পার্কের কর্মকর্তাদের অবশ্যই আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আর প্রাণীগুলো দেখে যেন মানুষের মনে হয় তারা ভাল আছে। সে জন্য আমাদের নিজস্ব যে চিকিৎসা ব্যবস্থা আছে তার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সংযোগ ঘটিয়ে দিচ্ছি। ইতোমধ্যে বিশেষজ্ঞ দল পরিদর্শনে এসে কিছু সাজেশন দিয়ে গেছেন।

উপদেষ্টা সাফারি পার্কের কোর সাফারিসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন কালে তার সঙ্গে জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারী, সেন্ট্রাল সার্কেলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন, গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহতারী বন সংরক্ষক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোকিত মানুষ তৈরি করছে পাহাড়গাঁও পাঠাগার

মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা

রূপগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ, দগ্ধ ৩

‘একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে’

টানা কয়েকদিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ভারতের আগ্রাসী আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : পাকিস্তান

চাকরি দেওয়ার নামে পাঠানো হলো রাশিয়ার যুদ্ধে, খোঁজ নেই নাজিরের

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

দলে দলে ছাত্রদলে যোগ দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

১০

শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

১১

১৭-তেই কিংবদন্তি হওয়ার পথে ইয়ামাল!

১২

রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

১৩

এআইইউবিতে লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর অনুষ্ঠিত

১৪

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

১৫

রাবির রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

১৬

‘দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

১৭

খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক

১৮

‘শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটাতে দরকার ইসলামের শাসন’ 

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

২০
X