সিলেট ও তাহিরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ

হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দুই দফা দাবিতে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। বর্তমানে সুনামগঞ্জ-সিলেট সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় সড়কের দুইপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবারও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালে ‘হাসপাতাল ছাড়া মেডিকেল চলেনা চলবে না’, ‘এ ব্যর্থতার দায় কার মেডিকেল না সরকার’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের ফলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়েছে। তবে পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্লাসে নেওয়ার চেষ্টা করছেন।

খবর পেয়ে প্রথমে থানা পুলিশ ও শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হয়। পরে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহমদ ঘটনাস্থল আসেন এবং তাদের বুঝানোর চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে যোগ দিয়েছে স্থানীয় জনতা।

জানা গেছে, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম ও অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া জানান, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছি। দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের যে দুই দফা দাবি সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১১

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১২

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৩

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৪

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৫

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৬

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৮

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

১৯

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

২০
X