সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অপকর্ম ঢাকতে সেই ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধন

ইউএনও শেখ রাসেল। ছবি : সংগৃহীত
ইউএনও শেখ রাসেল। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের বিভিন্ন অপকর্মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টায় তালা উপজেলা ডাকবাংলোর সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, ইউএনওর বিরুদ্ধে চলমান অভিযোগ ও বদলি ঠেকাতে একদল ঠিকাদার ও রাজনৈতিক কর্মী তার পক্ষে মানববন্ধন করেছেন। এ ছাড়া তারা মানববন্ধন সফল করতে ঠিকাদারদের অর্থায়নে দলীয় কিছু নেতাকর্মীকে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন- তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক নেতা অধ্যাপক মোশারাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক নেতা জগদিশ হালদার, আদর্শ শিক্ষক পরিষদ নেতা অধ্যাপক আজিজুর রহমান, মীর জিল্লুর রহমান, তালা প্রেস ক্লাবের সভাপতি এমএ হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ইমাম পরিষদ নেতা মাওলানা তাওহিদুর রহমান।

এ সময় বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল তালাতে যোগদানের পর থেকে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এ উপজেলাকে সুন্দরভাবে গড়ার জন্য দিন-রাত পরিশ্রম করছেন। তার নামে মিথ্যা তথ্য সরবরাহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে তথ্য জানান কে এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এর পরিপ্রেক্ষিতে ফুঁসে ওেঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ।

এদিকে একই সময় তালা উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে উপজেলা পরিষদের সামনে শেখ মো. রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের সঞ্চালনায় বক্তব্য দেন- তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, অফিসের কাজ বাদ দিয়ে একজন আমলার বিরুদ্ধে সরকারি কর্মকর্তারা এভাবে রাস্তায় দাঁড়ানো দুঃখজনক। বিভিন্ন ভূমি অফিসের নায়েবরা এ মানববন্ধনে অংশগ্রহণ করায় জনসাধারণের ভোগান্তি বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

হলি আর্টিসান হামলার আজ ৯ বছর

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ৮৬তম জন্মবার্ষিকী আজ

কারাগারে যেমন কাটছে মমতাজের সময়

পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল জমিয়ত

মহররমে বিদআত ও ভ্রান্ত রীতি : যা করণীয়

যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ ফাঁকা

দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ 

১০

০১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

১২

মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৪

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

১৫

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

১৬

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

১৭

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

১৮

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

১৯

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

২০
X