চাঁদপুর (হাজীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কার ভুলে মা হারাল ৪ শিশু!

গর্ভপাত করানোর সময় ভুল চিকিৎসা ও অবহেলায় মারা যাওয়া হোসনে আরার চার শিশু সন্তান। ছবি : কালবেলা
গর্ভপাত করানোর সময় ভুল চিকিৎসা ও অবহেলায় মারা যাওয়া হোসনে আরার চার শিশু সন্তান। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভপাত করানোর সময় ভুল চিকিৎসা ও অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পৌরসভাধীন বলাখাল গ্রামের ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা হোসনে আরাকে। শনিবার বিকেলে বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজ বেগম অন্তঃসত্ত্বা হোসনে আরার গর্ভপাতের চেষ্টা করেন। একপর্যায়ে বিকেল প্রায় ৩টার দিকে একটি পুত্র সন্তান জন্ম দেন হোসনে আরা।

আরও জানা গেছে, মায়ের অবস্থা কেমন আছে এ বিষয়ে জানতে চান হোসনে আরার ভাই আবদুর রহমান গাজী। যতবারই জানতে চেয়েছেন, ততবারই শাহনাজ বেগম বলেন, বাচ্চার মা ভালো আছে। একপর্যায়ে নবজাতককে শিশু বিশেষজ্ঞ দেখানোর জন্য চাঁদপুর নেওয়ার জন্য প্রস্তুতি নিলে পরিদর্শিকা শাহনাজ বেগম হোসনে আরাকেও চিকিৎসক দেখানোর জন্য চাঁদপুর নেওয়ার কথা বলেন। পরে সেখান থেকে কুমিল্লা নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসনে আরার ভাই আবদুর রহমান গাজী বলেন, আমার বোন সুস্থ আছে, শাহনাজ বেগম আমাদেরকে বারবার এমন কথা বললেও তার অবস্থা ছিল খুবই খারাপ। আমরা হোসনে আরাকে চাঁদপুর নেওয়ার পর চিকিৎসক জানান, প্রথমে যেখানে বাচ্চা প্রসব হয়েছে, সেখানেই কোনো সমস্যা হয়েছে। দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, হোসনে আরা মারা গেছে।

তিনি আরও বলেন, আমার বোনের তিন মেয়ের পর এক ছেলে হয়েছে। শাহনাজ বেগমের চিকিৎসা অবহেলা আর ভুল চিকিৎসা দেওয়ার কারণে আমার বোনের মৃত্যু হয়েছে। আমরা তার বিচার চাই।

হোসনে আরার স্বামী আবুল হাসেম বলেন, বারবার বলার পরেও শাহনাজ বেগম বলেছে আমার স্ত্রী ভালো আছে। কোনো সমস্যা নেই। তার পরেও কেন মারা গেল। আমি এখন চার অবুঝ শিশু নিয়ে কোথায় যাব। আমি শাহনাজ বেগমের বিচার চাই।

বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজ বেগম, সব কিছুই ঠিক ছিল। বাচ্চা প্রসব হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করি।

হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব হাজীগঞ্জ) মো. মফিজুর রহমান বলেন, বাকিলা মডেল ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজ বেগম বিষয়টি রোববার আমাকে জানিয়েছে। তিনি বলেন, আমাদের প্রসব পরবর্তী যে চিকিৎসা দেওয়ার নিয়ম তা তিনি করেছেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণ বিষয়টি টেকেল দিতে পারেনি। এমন কেইস খুব কমই হয়।

তিনি আরও বলেন, বিষয়টি আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

১০

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

১১

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

১২

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

১৪

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

১৫

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

১৬

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

১৭

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

১৮

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

২০
X