বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত তামিম গ্রেপ্তার

শিশু ধর্ষণে অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
শিশু ধর্ষণে অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আন্দোলনের মুখে ১৬ দিন পর আলোচিত ধর্ষক তামিমকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক তামিমকে গ্রেপ্তার করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামে এই ভয়াবহ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, কুদ্দুছ মিয়ার ছেলে তামিম (২২) তার পোষা বিড়াল দেখানোর কথা বলে ৫ বছরের এক শিশু কন্যাকে ছাদে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে বিল্ডিংয়ের একটি চিপা গলি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে সে এখনও চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক তামিমকে গ্রেপ্তার না করায় গত ২৬ এপ্রিল দুপুর ১২টায় ‘বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনতা’-র ব্যানারে বাঞ্ছারামপুর মডেল থানার প্রবেশ গেটের রাস্তার দুপাশ অবরোধ করে থানা ঘেরাও করে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় জনগণ। তারা ধর্ষকের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং ধর্ষক তামিমকে গ্রেপ্তার না করায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ। এসময় বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না করলে পুনরায় থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেন।

পরদিন (২৭ এপ্রিল) সকালে ঘটনাস্থলে যান নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক। তিনি এসময় ৭২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। নবীনগর সার্কেল -এর অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকের নির্দেশে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার রাতে ধর্ষক তামিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নবীনগর সার্কেল -এর অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক কালবেলাকে বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ আড়াইহাজার এলাকা থেকে ধর্ষক তামিমকে গ্রেপ্তার করেছে। ভু‍ক্তভোগীর পরিবার যেন ন্যায় বিচার পায় সেই লক্ষে পুলিশ কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

১০

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

১১

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

১২

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

১৩

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১৪

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১৫

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১৬

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৭

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৮

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

২০
X