বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত তামিম গ্রেপ্তার

শিশু ধর্ষণে অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
শিশু ধর্ষণে অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আন্দোলনের মুখে ১৬ দিন পর আলোচিত ধর্ষক তামিমকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক তামিমকে গ্রেপ্তার করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামে এই ভয়াবহ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, কুদ্দুছ মিয়ার ছেলে তামিম (২২) তার পোষা বিড়াল দেখানোর কথা বলে ৫ বছরের এক শিশু কন্যাকে ছাদে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে বিল্ডিংয়ের একটি চিপা গলি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে সে এখনও চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক তামিমকে গ্রেপ্তার না করায় গত ২৬ এপ্রিল দুপুর ১২টায় ‘বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনতা’-র ব্যানারে বাঞ্ছারামপুর মডেল থানার প্রবেশ গেটের রাস্তার দুপাশ অবরোধ করে থানা ঘেরাও করে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় জনগণ। তারা ধর্ষকের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং ধর্ষক তামিমকে গ্রেপ্তার না করায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ। এসময় বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না করলে পুনরায় থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেন।

পরদিন (২৭ এপ্রিল) সকালে ঘটনাস্থলে যান নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক। তিনি এসময় ৭২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। নবীনগর সার্কেল -এর অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকের নির্দেশে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার রাতে ধর্ষক তামিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নবীনগর সার্কেল -এর অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক কালবেলাকে বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ আড়াইহাজার এলাকা থেকে ধর্ষক তামিমকে গ্রেপ্তার করেছে। ভু‍ক্তভোগীর পরিবার যেন ন্যায় বিচার পায় সেই লক্ষে পুলিশ কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে প্যানেল ছাড়া লড়াইয়ে বাগছাসের ৯ প্রার্থী

বাইকের চমক দেখাল হোন্ডা, চলবে চালক ছাড়াই

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

চাকরি দিচ্ছে সূর্যের হাসি ক্লিনিক, আবেদন করবেন যেভাবে

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

জনবল নেবে মদিনা গ্রুপ

বেড়েছে স্বর্ণের দাম, রুপার চাহিদা বাড়ছে

এক হাজার টাকার জন্য বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, অতঃপর...

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

১০

টিভিতে আজকের যত খেলা

১১

‘বেপরোয়া গতিতে’ মোটরসাইকেল চালিয়ে ২ তরুণ নিহত

১২

ব্র্যাক একাডেমিতে শিক্ষক পদে চাকরির সুযোগ

১৩

২৯ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

২৯ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৬

বরিশালে ডাকাত সাজিয়ে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

১৭

ফ্যাসিস্টের প্রতি সাকিবের সমর্থন, শহীদ সৈকতের বোনের আবেগঘন স্ট্যাটাস

১৮

ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়সহ হাজারো ওয়েবসাইট হ্যাকড

১৯

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ‘হিন্দি পাখওয়াড়া’ উদ্‌যাপন

২০
X