ফরিদপুরের ভাঙ্গায় সড়কে স্ত্রী রোমা বেগমের (৩০) মরদেহ ফেলে পালিয়েছেন স্বামী টোটন মাতুব্বর।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামের আঞ্চলিক সড়ক থেকে রোমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, রোমা বেগম মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর চানপুট্টি গ্রামের কুদ্দুস মাতুব্বরের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, টোটন মাতব্বর ঢাকায় আসবাবপত্রের ব্যবসা করেন। ঢাকা থেকে রোমার মরদেহ গ্রামে এনে সড়কে ফেলে স্বামী পালিয়ে গেছেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রোমার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তদন্তকারী অফিসার অমিয় মজুমদার বলেন, রোমা বেগমের মরদেহ সড়কে পেয়েছি। মরদেহের গলায় দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না। জানতে পেরেছি রোমার স্বামী টোটন ঢাকার উত্তর বাড্ডায় ব্যবসা করেন। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন।
তিনি আরও জানান, রোমার পরিবার থানায় এলে বিস্তারিত জানা যাবে।
রুমা বেগমের মামা বাবুল মিয়া জানান, আমার ভাগ্নি রোমার তিনটি সন্তান রয়েছে। তারা সবাই ঢাকার উত্তর বাড্ডায় এলাকায় স্বামীর সঙ্গেই থাকতেন। টোটন দুটি বিয়ে করেছেন। বিয়ের পর থেকে আমার ভাগ্নিকে মারধর করতেন। বিভিন্ন সময় টাকা দাবি করতেন। টাকা না পেলেই মারধর করতেন আমার ভাগ্নিকে। রোমাকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
মন্তব্য করুন