নড়াইলের কালিয়ায় কাঞ্চনপুর গ্রামে প্রবাসীর বাড়ি ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রোববার (৪ মে) এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে আছেন প্রবাসীর স্বজনরা।
ভুক্তভোগী অস্ট্রেলিয়া প্রবাসী লিটু মোল্লা মোবাইল ফোনে জানান, দুপুর ১টার দিকে একই গ্রামের সোহেল মোল্লা দলবল নিয়ে তার বাড়ি ভাঙচুর করেন। এরপর কল দিয়ে হুমকি-ধামকি দেন।
লিটু বলেন, সোহেল আমাকে কল দিয়ে বলেছেন- ‘১০ লাখ টাকা দিতে হবে। না হলে ঘরবাড়ি থাকবে না।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার (১১ এপ্রিল) এই বিরোধের জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। পরে এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মিলন মোল্যার পক্ষের আসামি রফিকুল পলাতক ছিলেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের লোকজন রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।
এ ঘটনায় আফতাব পক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় কাঞ্চনপুর গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী লিটু মোল্লার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সোহেল মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন