ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়ার দুদিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৭ মে) সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়। পরে দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সমর আলীর ছেলে। সোমবার (০৫ মে) থেকে তিনি নিখোঁজ ছিলেন।
জানা যায়, ভালুকা ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে রফিক কুমারের মাছের খামারে গত দুই বছর ধরে সজল কাজ করতেন। সোমবার দুপুরে হঠাৎ সজল নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে মঙ্গলবার সজলের বোন রুনা আক্তার ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে মাছের খামারে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার এসআই নুরুল ইসলাম কালবেলা বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। দুদিন আগে ঝড় হওয়ার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে বলে মনে করছি। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
মন্তব্য করুন