সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে রজব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীর মাঝ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রজব আলী (৪০) উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নের বরবন হাওর গ্রামের রহমত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বার্কি নৌকা নিয়ে পিয়াইন নদীতে বালু উত্তোলন করতে যায় রজব আলী। নয়াবস্তি এলাকায় দক্ষিণ দিকে পিয়াইন নদীর মাঝখানে বারকি নৌকা থেকে নেমে বালু তুলতে থাকে। একপর্যায়ে নদীতে ডুব দিলে পানিতে তলিয়ে যায়। দীর্ঘসময় তিনি পানির নিচ থেকে না ওঠায় আশপাশে থাকা আরও বারকি শ্রমিকরা পানিতে খোঁজাখুঁজি শুরু করে। এসময় প্রায় আধা ঘণ্টা পর রজব আলীর মরদেহ পানির নিচ থেকে ভেসে ওঠে। পরে তার আত্মীয়স্বজনসহ ও অন্য শ্রমিকরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, জাফলং পিয়াইন নদীতে বালু তুলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন