সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৮:৫৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছে বিএনপি : স্বেচ্ছাসেবক দল সভাপতি

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সংগঠনটির সভাপতি এসএম জিলানী। ছবি : কালবেলা
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সংগঠনটির সভাপতি এসএম জিলানী। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করছে না। আমরা লড়াই করছি বাংলাদেশের ১৮ কোটি মানুষ যাতে ভোটের অধিকার ফিরে পায় সে জন্য। বিশেষ করে তরুণ সমাজকে সংবিধান ভোট দেওয়ার যে ক্ষমতা দিয়েছে, সে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই আমরা সংগ্রাম করছি।

মঙ্গলবার (১৩ মে) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে ‌‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৭ মে খুলনায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী আরও বলেন, ‘আমরা জানি রাষ্ট্রের মালিক জনগণ। আর তখনই প্রতিষ্ঠিত হবে যখন তারা তাদের একটি ভোট নির্ভয়ে দিতে পারবে। বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি এজন্য দেশনায়ক তারেক রহমান তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছেন।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি ৫ আগস্ট। কিন্তু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। ৫ আগস্টের প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিল একটি কোটা আন্দোলনের মাধ্যমে। সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম।

সমন্বয়কদের উদ্দেশ করে এসএম জিলানী বলেন, তারা তিন দিন হারুনের ভাতের হোটেলে খেয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল। বলেছিল কারা আন্দোলন করছে, জ্বালাও-পোড়াও করছে আমরা জানি না। বিরোধী দলের নেতারা হয়তো এসব কাজগুলো করছে। আমরা কোটার জন্য এসেছিলাম, সরকারের কাছে আমাদের আর কোনো দাবি নেই।

তিনি বলেন, প্রিয় ছোট ভাইয়েরা তোমরা তো দুধের বাচ্চা, তোমরা ভয় পেয়ে আন্দোলন থেকে সরে গিয়েছিলে। তখনই এ আন্দোলন হাতে তুলে নিয়েছিল বাংলাদেশের জনগণ। এ আন্দোলনে আমরা ৪২২ বিএনপি নেতাকর্মীকে হারিয়েছি। আমরা ভেবেছিলাম এর মাধ্যমে তরুণরা বাংলাদেশকে নতুন পথ দেখাবে ও নতুনভাবে গড়ে তুলবে। কিন্তু আজকে জাতি হতাশ হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে হতাশ হয়েছি। বাংলাদেশে কোনো নতুন সংস্কার হচ্ছে না, আপনারা সংস্কারের কথা বলে নির্বাচনে কালক্ষেপণ করছেন। আপনাদের যারা পৃষ্ঠপোষকতা করছে তাদের পায়ের তলে মাটি নেই।

তিনি আরও বলেন, ছাত্রদের নেতৃত্বে নতুন যে পার্টি হয়েছে (এনসিপি) আমরা তাদের সাধুবাদ জানাই, কিন্তু তাদের এ নতুন দল নিয়ে জাতি আজ হতাশ হয়েছে। তাদের এখন স্কুল-কলেজে পাওয়া যায় না। তারা সবসময়ই তদবিরে ব্যস্ত থাকে। ইদানীং তাদের কোরবানির গরুর হাটেও দেখা যাচ্ছে। তারা গরুর হাট নিয়ে খেলা করছে। এদের কাছ থেকে জাতি কিছু আশা করতে পারে না।

জেলা স্বেচ্ছাসেবক দলের অ্যাডভোকেট আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে প্রস্তুতি সভার সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। এ সময় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রনি, নেছার উদ্দিন শফিসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ 

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি আরব

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু, জরুরি অবস্থা ঘোষণা

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাশে দাঁড়ালেন ভারতেরই তারকারা

১০

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

১১

জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : কবীর ভূইয়া

১২

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

১৩

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

১৪

শীতকালে শরীরের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ

১৫

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

১৬

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

১৮

‘৫ ভরি স্বর্ণের দাম ১ কোটি টাকা’

১৯

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

২০
X